দেশে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপ বাস্কেটবল লিগের খেলা শুরু হয়েেেছ। রোববার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামের জিমন্যাশিয়ামে উদ্বোধনী দিনের খেলায় জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ৮২-৬০ পয়েন্টে হারিয়েছে পুলিশকে। এর আগে পাঁচ দিনব্যাপী লিগের উদ্বোধন করেন ফেডারেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুল আহসান মঞ্জু। প্রথম চ্যালেঞ্জ কাপ বাস্কেটবল লিগে অংশ নেওয়া অন্য তিন দল হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিকেএসপি। সিঙ্গেল লিগ পদ্ধতির খেলা শেষে সেরাদের নিয়ে জাতীয় দল গঠন করা হবে ফিবা (আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন) এশিয়ান কোয়ালিফাইং টুর্নামেন্টের জন্য। এই রাউন্ডে ভালো করতে পারলেই মিলবে এশিয়ান কাপে খেলার সুযোগ। এছাড়া সেরাদরে বাছাই করা এই দলটিই নিয়েই সাবা (দক্ষিণ এশিয় বাস্কেটবল) চ্যাম্পিয়নশিপে ফের শিরোপা জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাবা বাস্কেটবল চ্যাম্পিযনশিপ।