শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে প্রস্তুত মইন

ক্রীড়া ডেস্ক
  ২৬ মে ২০২৪, ০০:০০
বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে প্রস্তুত মইন

সব কিছুর আগে জস বাটলারের কাছে প্রাধান্য পায় তার পরিবার। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান তিনি। এতে টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে না পারলেও আপত্তি নেই তার। আর এমনটা হলে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্ব দিতে প্রস্তুত মইন আলী। খুব শিগগিরই জস বাটলার ও তার স্ত্রী লুইস বাটলারের কোলজুড়ে আসতে যাচ্ছে তাদের তৃতীয় সন্তান। এই সময়ে সঙ্গীর পাশে থাকার কথা নিশ্চিত করে বাটলার সম্প্রতি বলেছেন, 'পরিবার সবার আগে।'

বিশ্বকাপের বাকি নেই এক সপ্তাহও। আর ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে আগামী ৪ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। সব কিছু মিলিয়ে, বাটলারকে বিশ্বকাপের কিছু অংশে ইংল্যান্ডের না পাওয়ার সম্ভাবনা প্রবল। এমনটা হলে ওই সময়ে ইংলিশদের নেতৃত্ব দেবেন দলটির সহ-অধিনায়ক মইন। এখন পর্যন্ত এই স্পিনিং অলরাউন্ডারের নেতৃত্বে ১টি ওয়ানডে ও ১২টি টি২০ খেলেছে ইংল্যান্ড।

জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারা মইনের কাছে সবসময়ই অনেক বড় সম্মানের। বিশ্বকাপেও গুরুদায়িত্বটি পালন করতে সমস্যা নেই তার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি স্পোর্টসে তিনি বলেন,'বাটলার আর তার মানসিকতা একই রকম। তাই তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না। যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে সেটা হবে অনেক বড় সম্মানের-সবসময়ই বিষয়টা একই রকম। আমি ভালো করব; কিছুই খুব বেশি পরিবর্তন হবে না। সে যা করছে, আমি কেবল সেটাই এগিয়ে নেব এবং যখন সে ফিরে আসবে তখন আবার দায়িত্ব গ্রহণ করবে।'

তিনি আরও যোগ করেন,'আশা করি, বাটলারের সন্তান সঠিক সময়ে পৃথিবীতে আসবে, যাতে তাকে খুব বেশি ম্যাচ মিস করতে না হয়। আমরা প্রায়ই কথা বলি, আমি আর জস... যাই হোক, আমাদের চিন্তা-ভাবনা একই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে