এফএ কাপ জিতলেও ছাঁটাই হবেন টেন হাগ!

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৪ বছরে সবচেয়ে বাজে নৈপুণ্য ম্যানচেস্টার ইউনাইটেডের। অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছে। এ অবস্থায় মৌসুমটা ভালোভাবে কাটানোর সর্বশেষ সুযোগ তাদের সামনে। শনিবার রাতে এফএ কাপের ফাইনালে তারা লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার কথা। অবশ্য অগ্নিপরীক্ষার ম্যাচটি কোচ এরিক টেন হাগের জন্য অস্বস্তিরও। ইংলিশ মিডিয়ার খবর, এফএ কাপ জিতলেও তাকে ছাঁটাই করার পরিকল্পনা ইংলিশ ক্লাবটির। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বাজে মৌসুম শেষে টেন হাগকে ছাঁটাই করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে তারা। শেষ পর্যন্ত ম্যানসিটির বিপক্ষে লড়াই শেষে টেন হাগের দুই বছরের অধ্যায়ের ইতি ঘটলে সেটা পুরনো স্মৃতিই উসকে দেবে! একইভাবে ওল্ড ট্র্যাফোর্ড থেকে বিদায় ঘটেছিল ডাচম্যান লুই ফন গালের। ২০১৬ সালে এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের দুই দিন পর চাকরি ফন গাল হারিয়েছিলেন। আরেক ডাচ কোচ এরিক টেন হাগেরও একই দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে। ১৯৯০ সালের পর নিজেদের ইতিহাসে সর্বনিম্ন স্থান নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে তার দল। বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রম্নপ পর্ব থেকেও।