এফএ কাপের ফাইনালে ম্যানসিটির সামনে বড় বাধা ম্যানইউ

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার সিটি যে আধিপত্য বিস্তার করেছে, পেপ গার্দিওয়ালার কোচিংয়ে দলটি যেভাবে বছরের পর বছর দাপট দেখিয়ে যাচ্ছে, তাতে যেকোনো প্রতিপক্ষের জন্যই তারা ভয়ংকর। এফএ কাপ ফাইনালেও পরিষ্কার ফেভারিট তারা। তবে নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ) ডিফেন্ডার দিয়োগো দালোতের দাবি, একদমই ভীত নয় তারা। পর্তুগিজ এই ডিফেন্ডারের কণ্ঠে বরং ম্যানসিটির বিপক্ষে আসছে শিরোপা লড়াইয়ে নিজেদের সঙ্গে সেঁটে যাওয়া 'আন্ডারডগ' তকমাটা পাল্টে দেওয়ার প্রত্যয়। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালটি শুরু হবে। চলতি মৌসুমটা এই দুই দলের জন্য কেটেছে পুরোই দুই রকম। প্রথম দল হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা জয়ের অভাবনীয় কীর্তি গড়েছে ম্যানসিটি। আর লিগ টেবিলে অষ্টম স্থানে থেকে শেষ করেছে ম্যানইউ, প্রিমিয়ার লিগ যুগে, যা দলটির সবচেয়ে বাজে পারফরম্যান্স।