শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারকার মেলা

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৪, ০০:০০
বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারকার মেলা

টি২০ বিশ্বকাপের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতাহার আলী খান। এ ছাড়া পুরো ধারাভাষ্য প্যানেলে দেখা গেছে তারকার মেলা। টি২০ এবং ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক ১৫ ক্রিকেটারসহ বিশ্বকাপের ধারাবিবরণীর তালিকায় রয়েছেন ৪১ জন।

এক বিবৃতিতে আইসিসি ধারাভাষ্যকারদের এই তালিকা প্রকাশ করেছে। বিশ্ব ক্রিকেটের বড় সব নাম ও ধারাভাষ্যে জনপ্রিয় মুখগুলোকে টি২০ বিশ্বকাপের দায়িত্ব দেখা যাবে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা আসরের ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯টি ভেনু্যতে। বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলের নেতৃত্বে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপরা।

আধুনিক ক্রিকেটের এই টুর্নামেন্ট আর সূক্ষ্ণভাবে বিশ্লেষণে ছেলে ও মেয়েদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা ধারাভাষ্য দেবেন এবার। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জয়ী তারকাদের মধ্যে আছেন- দীনেশ কার্তিক, ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বাদ্রি, কার্লোস ব্রাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্তালেকার।

ওয়ানডে বিশ্বকাপজয়ীদের মধ্যে এবার ধারাভাষ্য দেবেন- রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ইয়ন মরগান, টম মুডি ও ওয়াসিম আকরাম। এসব সাবেক তারকা ক্রিকেটাররা বিশেষজ্ঞ বিশ্লেষকের ভূমিকায় থাকবেন। এ ছাড়া আমেরিকান দর্শক-শ্রোতাদের জন্য এই বিশ্বকাপ দিয়ে ধারাভাষ্যে অভিষেক হবে দেশটির 'জমবয়' নামে পরিচিত ক্রীড়া বিশ্লেষক জেমস ও'ব্রায়ান।

এ ছাড়া সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যে এবারের বিশ্বকাপে থাকবেন- ডেইল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পলক, ক্যাটি মার্টিন, এমপুমেলেলো মোবাঙওয়া, নাতালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মার্গাট্রয়েড, মাইক হায়েসম্যান, ইয়ান ওয়ার্ড, আতাহার আলী খান, রাসেল আর্নল্ড, নাইল ও'ব্রায়ান, কাস নাইডু, ড্যারেন গঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে