ট্রেবল জয়ের একদিন পরই মাঠে নামছে বসুন্ধরা

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ট্রেবল জয়ের পর আজই আবার মাঠে নামতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের শক্তিধর দল বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে বিকাল ৪ টায়। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। এরই মধ্যে লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা। গত রাউন্ডে ট্রফিও বুঝে পেয়েছে। বুধবার তারা ফেডারেশন কাপের শিরোপাও ঘরে তুলেছে। এই মৌসুমে প্রথম টুর্নামেন্ট স্বাধীনতাকাপের শিরোপাও কিংসদের ঘরেই। শেখ রাসেলের ট্রেবল জয়ী নামের পাশে এখন কিংসেরও নাম। ট্রেবল জয়ের মাত্র একদিন পরই লিগের ম্যাচটি খেলতে নামছে বসুন্ধরা। স্বাভাবিকভাবেই দারুণ আত্মবিশ্বাসী এখন অস্কার ব্রম্নজনের দল। লিগের প্রথম পর্বে রহমতগঞ্জকে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল। শিরোপা নিশ্চিত হয়ে গেলেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বাকি থাকা ম্যাচগুলোতে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই খেলতে নামবে বসুন্ধরা। গত রাউন্ডে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। পুলিশের সঙ্গে ২-২ গোলের ড্র করেছে কিংস। শীর্ষে থাকা দলটির মোট ৪১ পয়েন্ট। গত মৌসুমে ২০ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট অর্জন করেছিল লিগ চ্যাম্পিয়নরা। অন্যদিকে গত মৌসুমে কোনোমতে অবনমন ঠেকানো রহমতগঞ্জ এবারও রেলিগেশন জোনেই আছে। তবে এবার সুবিধা হলো লিগে অংশ নেয়া দশ দলের একটি নেমে যাচ্ছে। তাই ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে এখনো রেলিগেশন সঙ্কাতে থাকলেও সেটা গত মৌসুমের মতো না। কারণ ব্রাদার্সের মাত্র ৭ পয়েন্ট। লিগের এই রাউন্ডেই জয় না পেলে অবনমনটা নিশ্চিত হয়ে যাবে তাদের। এরকমটা হলে কম পয়েন্ট নিয়েও নিজেদের বাঁচাতে পারবে পুরানো ঢাকার দলটি। গত রাউন্ডে রহমতগঞ্জ ৩-৩ গোলে ড্র করে আটকে দিয়েছে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানকে। ওই ম্যাচে তারা যে পারফরম্যান্স করেছে আজ বসুন্ধরার বিপক্ষেও জায়ান্ট কিলার হয়ে উঠতে পারে তারা। অন্যদিকে পুলিশ ফুটবল ক্লাব ২৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। মাঝারি মানের দল নিয়ে সেরা পাঁচের মধ্যে থাকতে পারা তাদের সাফল্যই বটে। তবে আজ জিতলে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলে রেখেছে দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টি ক্লাব। দুই দলেরই সমান ২৯ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে (+২০) দ্বিতীয় স্থানে আছে সাদা-কালোরা। আবাহনী গোল গড় (+১২)। মূলত রানার্স আপ হওয়ার লড়াইটা এই দুই দলের মধ্যেই। তবে কাগজে কলমে এখনো আশা বেঁচে আছে পুলিশের। আজকের ও পরবর্তী রাউন্ডের ম্যাচটি জিততে পারলে আবাহনী-মোহামেডানের সমান ২৯ পয়েন্ট করতে পারবে তারা। তবে ওই দুই দলও যে বাকি থাকা দুই রাউন্ডে তাদের পয়েন্ট বাড়িয়ে নিবে না সেটা তো বলা যায় না। পঞ্চমস্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর ১৯ পয়েন্ট। তাই তাদের কোন সম্ভাবনাই নেই দ্বিতীয় স্থানে উঠার। ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে পুলিশের ম্যাচের আজকের প্রতিপক্ষ ফর্টিস এফসি। দশটি দল থাকায় এবারের লিগ শেষ হবে ১৮ রাউন্ডে। অর্থাৎ প্রতিটি দল ১৮টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এরই মধ্যে ১৬টি করে ম্যাচ খেলা হয়ে গেছে প্রত্যেক দলের। আগামী ২৯ মে পর্দা নামবে প্রিমিয়ার লিগের।