ঋণ পরিশোধ না হওয়ায় আমেরিকান মালিকানায় চলে গেছে ইন্টার

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নির্ধারিত সময়ের মধ্যে ৩৯ কোটি ৫০ লাখ ইউরো ঋণ পরিশোধ করতে না পারায় ইন্টার মিলানের মালিকানা হারিয়েছে চাইনিজ প্রতিষ্ঠান সুনিং। সিরি'আর ক্লাবটির মালিকানা এখন মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ওকট্রির হাতে। প্রতিষ্ঠানটি বুধবার এক বিবৃতিতে বলেছে, ২১ মে'র নির্ধারিত সময়সীমার মধ্যে তিন বছর মেয়াদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে সুনিং। তাই ইন্টারের মালিকানা নিয়েছে তারা। ২০১৬ সালে ইন্টারের বেশির ভাগ অংশীদারিত্ব কিনে নেয় সুনিং। কিন্তু করোনাভাইরাস মহামারির সময়ে ভীষণ আর্থিক টানাটানির মধ্যে পড়ে তারা। তখনই ২০২১ সালে ওকট্রির থেকে ঋণ নেয় গ্রম্নপটি। সিমোনে ইনজাগির দলের সিরি'আ শিরোপা উদযাপনের তিন দিন পরই ক্লাবের নিয়ন্ত্রণ হারাল সুনিং। ওকট্রির ব্যবস্থাপনা পরিচালক আলেহান্দ্রো কানো বিবৃতিতে বলেছেন, এখন তাদের প্রাথমিক লক্ষ্য ক্লাবে আর্থিক স্থিতিশীলতা আনা। গত মাসে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে সেরি আয় নিজেদের ২০তম শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান।