শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

২৫ বছরের খরা কাটিয়ে গর্বিত আটালান্টা কোচ

ক্রীড়া ডেস্ক
  ২৪ মে ২০২৪, ০০:০০
২৫ বছরের খরা কাটিয়ে গর্বিত আটালান্টা কোচ

আগের চার মৌসুমের মধ্যে দুইবার সুযোগ এসেছিল ইন্টার মিলান ও রোমার সামনে। কিন্তু ইতালিতে আরেকটি ইউরোপা লিগের ট্রফি নিয়ে যেতে পারেনি তারা। অবশেষে সেই খরা কাটাতে পারল আটালান্টা। ২৫ বছর পর ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির শিরোপা জিতল ইতালির কোনো দল। আটালান্টা কোচ জান পিয়েরো গাসপেরিনির মতে, মাঝের এই সময়ে ইতালির জন্য 'অভিশপ্ত' ট্রফি ছিল এটি। সেই বিপদ কাটাতে পেরে উচ্ছ্বসিত তিনি।

আটালান্টার জন্য অপেক্ষাটা ছিল আরও দীর্ঘ। ১১৭ বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয় এবং ৬১ বছর পর প্রথম কোনো বড় শিরোপা জিতল দলটি। ১৯৯৯ সালে পার্মার পর প্রথম ইতালিয়ান দল হিসেবে এই প্রতিযোগিতার শিরোপা জিতল আটালান্টা। পার্মার জয়ের সময়ে প্রতিযোগিতাটির নাম ছিল

উয়েফা কাপ।

ফুটবলের রূপকথার গল্পে ঠাঁই পাবে তাদের এই সাফল্য। ৬৬ বছর বয়সি কোচ গাসপেরিনি বলেন, 'ইতালির সবার জন্য খুবই গর্বের দিন, কারণ এটি ছিল অভিশপ্ত ট্রফি, এমনকি ইতালি থেকে শুধুমাত্র ইন্টার ও রোমাই গত ২৫ বছরে ফাইনালে উঠেছিল এবং হেরেছিল। আটালান্টার হয়ে এই সাফল্য সম্ভবত ফুটবলের সেই রূপকথাগুলোর একটি, যা খুব কমই ঘটে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে