মোহামেডানের রেকর্ডের দিনে মুর্শিদা ও সোবহানার সেঞ্চুরি

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির জোড়া সেঞ্চুরিতে ৩৯২ রানের পাহাড়সম স্কোর সংগ্রহ করে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব -সংগৃহীত
নারীদের ক্রিকেট লিগে রেকর্ড বুক তছনছ করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অনন্য ইতিহাস গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলীয় রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের চূড়ায় উঠেছেন ক্লাবটির দুই ব্যাটার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারী। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে মেয়েদের ডিপিএল ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৯২ রানের রেকর্ড গড়েছে মোহামেডান। বৃহস্পতিবার বিকেএসপির মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে মোহামেডান ৩৯২ রান সংগ্রহ করে, যা নারী ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে মোহামেডান ঝোড়ো ব্যাটিং শুরু করে। দুই ওপেনার মুর্শিদা ও জেসিয়া আখতারের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে আসে ১৩৫ রান। তবে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলে জেসিয়া বিদায় নিলে সেই জুটি ভাঙে। এরপর তৃতীয় উইকেট জুটিতে বড় রানের পাহাড় গড়েন আরেক ওপেনার মুর্শিদা ও সোবহানা। শেষ পর্যন্ত মুর্শিদা অপরাজিত থাকলেও, সেঞ্চুরি পূর্ণ করে আউট হয়ে যান সোবহানা। সোবহানা ১০১ বলের ইনিংসে ছয়টি চার ও ৭টি ছক্কায় ১২৮ রান করেন। ততক্ষণে অবশ্য মোহামেডানের বড় পুঁজিও নিশ্চিত হয়ে যায়। এ ছাড়া ১৫৭ বলে ২৩টি চার ও ২টি ছক্কায় ১৭৯ রান করেন ইনিংস শেষেও অপরাজিত থাকা মুর্শিদা। এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বিকেএসপির ৩২১ রান। ২০২২-২৩ মৌসুমে তারা কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে সেই সর্বোচ্চ রানের রেকর্ডটি করে। গুলশানের হয়ে ফারিয়া একাই নেন তিনটি উইকেট। ৯ ওভারে ৬৬ রান খরচ করে ফারিহার শিকার তিনটি উইকেট। ৩৯৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে গিয়ে সমান তালে লড়তে পারেনি গুলশান। ইসলাম তৃষ্ণা, রুমানা আহমেদ ও সালমা খাতুনদের বোলিংয়ে দলটি ৪৯.৪ ওভারে ১৪১ রানে থেমেছে। ফলে ২৫১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী মোহামেডান। নারীদের প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবের সাথে বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। রূপালী ব্যাংকের বিদেশি ক্রিকেটার মুক্তা রবীন্দ্র মাগরের বোলিংয়ে সিটি ক্লাব ১১৬ রানে অলআউট হয়েছে। সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৬.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে লক্ষ্য ছুঁয়েছে রূপালী ব্যাংক। ইসমা তানজিম ৬৭ ও ফারজানা হক পিংকি খেলেন ৫১ রানের ইনিংস। বিকেএসপির আরেকটি মাঠে স্বাগতিক বিকেএসপি ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হেসেছে বিকেএসপি। আগে ব্যাটিং করে বিকেএসপি ৮ উইকেট হারিয়ে ২৪০ রান করেছে। জবাবে খেলাঘর নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলতে পারে ২২৬ রান। তাতে ১৪ রানের জয় নিয়ে ড্রেসিংরুমে ফেরে স্বাগতিকরা।