চেলসি থেকে বিদায় পচেত্তিনোর

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এক মৌসুমেই শেষ হলো মাউরিসিউ পচেত্তিনোর চেলসি অধ্যায়। ইংলিশ ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সমঝোতায় বিদায় নিচ্ছেন এই কোচ। শুরুটা হতাশার হলেও বস্নুদের শেষটা ছিল দারুণ। তাতে লিগ টেবিলে ষষ্ঠ স্থান নিয়ে শেষ করেছে তারা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অথচ নতুন মালিকায় দুই বছরে প্রচুর অর্থ ব্যয় করেছে চেলসি। নতুন খেলোয়াড় কেনার জন্য ব্যয় করেছে ১ বিলিয়ন ডলারেরও বেশি। যার বেশির ভাগ করা হয়েছে উদীয়মান খেলোয়াড়দের ওপর। আর পচেত্তিনোর মতে অনভিজ্ঞ খেলোয়াড় আর বিশাল ইনজুরি তালিকার কারণেই ধারাবাহিক ফল আনতে পারেনি তার দল। এখন যে অবস্থা তাতে ইউরোপা লিগে চেলসি কোয়ালিফাই করবে যদি ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারে। সুযোগ থাকবে কনফারেন্স লিগেও। সে ক্ষেত্রে রেড ডেভিলদের ইংলিশ চ্যাম্পিয়নদের হারিয়ে দিতে হবে। ঘুরে দাঁড়ানোর আশায় এই মৌসুমের আগে পচেত্তিনোকে দায়িত্ব দেয় ক্লাবটি। কিন্তু টটেনহ্যাম হটস্পার ও পিএসজির সাবেক এই কোচের হাত ধরে শুরুটা ভীষণ খারাপ হয় তাদের। লিগে প্রথম ১০ ম্যাচের মাত্র তিনটিতে জয়ের স্বাদ পায় তারা।