শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

টাইগারদের আজ টিকে থাকার লড়াই

ক্রীড়া ডেস্ক
  ২৩ মে ২০২৪, ০০:০০
টাইগারদের আজ টিকে থাকার লড়াই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে অনেকেই হাসিঠাট্টা করেছিলেন। লিটন-শান্তরদের প্রতি সমর্থকদের বিশ্বাস না থাকলেও প্রবাসীদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হারতে পারে এমনটা ভাবেনি কেউই। অথচ প্রথম মুখোমুখিতে ৫ উইকেটে দাপুটে জয়ে স্বাগতিকরা সিরিজে ১-০ তে এগিয়ে। আজ তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। হিউস্টনের একই মাঠে আজ বৃহস্পতিবার রাত ৯টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এ ম্যাচে হারলে টি২০ সিরিজ জিতে নিবে যুক্তরাষ্ট্র।

যাদের ছোট দল ভাবা হয় তাদের বিপক্ষে হারা বাংলাদেশের জন্য এই প্রথম নয়। এর আগে নেদারল্যান্ডস, কানাডা, হংকং কিংবা স্কটল্যান্ডের বিপক্ষে যে হারের অভিজ্ঞতা রয়েছে। তবে সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক মুখোমুখিতেই যে বাংলাদেশ হারবে এমনটা কেউই ভাবেনি। বাংলাদেশের দুর্বলতা চারদিকে ব্যাটিংয়ে তো আছেই, যে বোলিং নিয়ে গর্ব করা হয় সেখানেও প্রয়োজনীয় সময় জ্বলে উঠতে পারে না টাইগাররা। যাকে নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস সেই মুস্তত্মাফিজুর রহমানই শেষের দুই ওভারে ৩২ রান দিয়ে দলকে ছিটকে দেন। এ ছাড়া নতুন অধিনায়ক নাজমুলকে নিয়ে যতোই প্রসংশায় পঞ্চমুখ হোক না কেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার দুর্বলতা বেরিয়ে গেছে। পাওয়ার পেস্নর প্রথম ছয় ওভার শেষ করতে মঙ্গলবার পাঁচ বোলার লাগিয়েছিলেন। আবার রিশাদ হোসেন প্রথম উইকেট এনে দিয়ে চারটি ডট বল দিয়েছেন। কিন্তু পরের ওভারের তাকে আর আনেননি অধিনায়ক। বোলার দ্রম্নত পাল্টানোর সুযোগও নিয়েছে স্বাগতিক ব্যাটাররা। প্রথম ম্যাচে ১৬ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের রান ছিল ৯৯। এরপরও ১৫৪ রান তাড়ায় দলটি তিন বল হাতে রেখেই পাঁচ উইকেটে জেতে।

ঐতিহাসিক জয়ের পরও নিজেদের উন্নতি নিয়ে ভাবছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে জয়ের পর অধিনায়ক মোনাক প্যাটেল বলেন, 'আমাদের বোলার দারুন বোলিং করেছে। ব্যাটসম্যানরা ভালো শুরুর পর মধ্যভাগে দ্রম্নত কিছু উইকেট হারিয়ে ফেলি। পরের ম্যাচে এখানে উন্নতি করার চেষ্টা করব। এই ম্যাচে যে ভুলগুলো হয়েছে তার যেন পুনরাবৃত্তি না হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে