যুক্তরাষ্ট্রের কাছে হেরে ২০ রানের আক্ষেপ শান্তর

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
সেই পুরোনো আক্ষেপ আবার! ম্যাচ হারার পর ১০-১৫ কিংবা ২০ রানের ঘাটতির কথা নানা সময়েই বলে থাকেন বাংলাদেশের অধিনায়করা। যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের পর নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও সেই একই আফসোস। বাংলাদেশ অধিনায়ক পাশাপাশি দায় দিলেন হিউস্টনের উইকেটকেও। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপেস্নক্সে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আইসিসি টি২০র্ যাঙ্কিংয়ে ১৯ নম্বরে থাকা দলটি দারুণ বোলিংয়ে বাংলাদেশকে আটকে রাখে ১৫৩ রানে। এরপর রান তাড়ায় শুরুতে ভালো করতে না পারলেও পরে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের দারুণ জুটিতে স্মরণীয় এক জয়ের দেখা পায় তারা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এই প্রথমবার খেলল যুক্তরাষ্ট্রের সঙ্গে। প্রথম দেখাতেই তেতো স্বাদ পাওয়ার পর অধিনায়ক শান্ত বললেন, রান আর কিছু বেশি করতে পারলে ম্যাচের বাস্তবতা বদলে যেতে পারত। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা ভালো ব্যাট করতে পারিনি। শুরুটা ভালোই হয়েছিল আমাদের, কিন্তু পরে কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। আমার মনে হয়, আর ২০ রান বেশি করতে পারলে ভিন্ন কিছু হতে পারত।' অধিনায়ক যদিও দাবি করেছেন, শুরুটা ভালো হয়েছিল, আদতে ম্যাচের চিত্র ছিল ভিন্ন। পাওয়ার পেস্নতে বাংলাদেশ রান তুলতে পেরেছিল মাত্র ৩৭। টপ অর্ডারে লিটন কুমার দাস, শাস্তরা ভুগছেন তো অনেক দিন থেকেই। এই ম্যাচও ব্যতিক্রম নয়। জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি লিটন। একটি চার ও ছক্কা মারতে পারলেও ১৫ বলে ১৪ রান করে ফিরেছেন তিনি। শাস্তর ৩ রান করতে \হলেগেছে ১১ বল। সৌম্য সরকার শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। আউট হয়ে গেছেন ১৩ বলে ২০ রান করে। মিডল অর্ডারে অভিজ্ঞ সাকিব আল হাসানের ৬ রান করতে বল লেগেছে ১২টি। ব্যাটসম্যানদের অভিপ্রায় নিয়ে তাই প্রশ্ন হলো। শট খেলার বা আগ্রাসী হওয়ার তাড়না তাদের মধ্যে খুব একটা দেখা যায়নি। শান্ত অবশ্য এখানে দায় দিলেন উইকেটকে। তিনি বলেন, 'আমার মনে হয়, (ব্যাটসম্যানদের) তাড়না নিয়ে সমস্যা ছিল না। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও আমরা খুব ভালো উইকেটে খেলিনি। তবে মূল ব্যাপারটি হলো মানসিকতার এবং আশা করছি, ব্যাটসম্যানরা দ্রম্নতই ফর্মে ফিরবে।' বিপদে থাকা বাংলাদেশকে কিছুটা উদ্ধার করেন তাওহিদ হৃদয় ও মাহমুদউলস্নাহ। ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন হৃদয়। তবে ভালো শুরুর পর শেষটা যথেষ্ট দ্রম্নততায় করতে পারেননি তিনিও। নিজের ১০ রান করতে খেলেছেন তিনি ১৩ বল। মাহমুদউলস্নাহ ৩১ করেছেন ২২ বলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫৩ রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতার মতো সামর্থ্য বাংলাদেশের বোলারদের থাকাটাই প্রত্যাশিত। সেই ক্ষেত্রও তারা তৈরি করেছিল। ১০ ওভার শেষে তাদের রান ছিল ৬৬। একশ ছুঁতে পেরিয়ে যায় ১৬ ওভার। আর শেষ চার ওভারে তাদের প্রয়োজন ছিল ৫৫ রান। কিন্তু শেষ সময়ের বোলিংয়ে বড় ভরসা যার ওপর, সেই মুস্তাফিজুর রহমান আসল সময়েই খেই হারান। ভালো করতে পারেননি শরিফুল ইসলামও। তিন বল বাকি রেখেই তাই ম্যাচ শেষ করে দেয় যুক্তরাষ্ট্র। শাস্তর আশা,' আমাদের স্পিনাররা খুবই ভালো বোলিং করেছে। শেষ দুই-তিন ওভারে আমাদের পেসাররা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেনি। আশা করি, পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।'