পর্তুগালের ইউরো দলের অধিনায়ক রোনালদো

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০১৬ সালের ইউরো জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে আরেকটি আসরে অংশ নেবে পর্তুগাল। মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন রবার্তো মার্তিনেজ। ৩৯ বছর বয়সি রোনালদো ১৪ গোল করে ইউরোর রেকর্ড গোলদাতা এবং খেলেছেনও সর্বোচ্চ ২৫ ম্যাচ। এবার সেই সংখ্যাগুলো আরও বাড়িয়ে নেওয়ার পালা। সবশেষ মৌসুমে আল নাসরের হয়ে লিগ শিরোপা জিততে ব্যর্থ হলেও ৩৩ গোল ও ১১ অ্যাসিস্টে সৌদি প্রো লিগে সবার ওপরে তিনি। ২৬ জনের ইউরোর এই দলে ডাক পেয়েছেন ডিওগো জোতা। অভিজ্ঞ পেপে, ব্রম্ননো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্সও জার্মানির ফ্লাইট ধরবেন। পর্তুগাল দল : ডিওগো কস্তা, সা, প্যাট্রিসিও; অ্যান্থনিও সিলভা, দানিলো পেরেইরা, দালোত, ইনাসিও, কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেস, পেপে, রুবেন দিয়াস; ব্রম্ননো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, পালহিনহা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা; বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিওগো জোতা, কানসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, লিয়াও।