শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

আর্জেন্টিনা দলে নেই দিবালা

ক্রীড়া ডেস্ক
  ২২ মে ২০২৪, ০০:০০
আর্জেন্টিনা দলে নেই দিবালা

চার বছরে আর্জেন্টিনার তৃতীয় মেজর ট্রফি জয়ের মিশন আগামী জুনে। কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। লিওনেল মেসির নেতৃত্বে ২৯ জনের প্রাথমিক দল সাজানো হয়েছে, যেখানে নেই বিশ্বকাপজয়ী পাওলো দিবালা। প্রত্যাশিতভাবে জায়গা ধরে রেখেছেন পেস্ন মেকার অ্যাঞ্জেল ডি মারিয়া। সোমবার রাতে দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত দল ঘোষণার সময় বাদ পড়বেন এখান থেকে তিনজন।

পাওলো দিবালা ছাড়াও কাতার বিশ্বকাপজয়ী আরও তিন খেলোয়াড় এই দলে নেই। হুয়ান ফয়েথ, আলেজান্দ্রো পাপু গোমেজ ও থিয়াগো আলমাদা বাদ পড়েছেন। ভিয়ারিয়ালের হয়ে ১২ লিগ ম্যাচ খেলা ফয়েথ মৌসুমের বেশিরভাগ সময় খেলেননি ইনজুরির কারণে। ড্রাগ টেস্টে ব্যর্থ হয়ে দুই বছর নিষিদ্ধ গোমেজ। অলিম্পিকের জন্য আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়ায় বাদ পড়েছেন আলমাদা। তবে দিবালা কেন বাদ পড়লেন তা অস্পষ্ট। এএস রোমার হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন ৩০ বছর বয়সি ফরোয়ার্ড। তার বাদ পড়ার কারণ এখনো অজানা।

কোপা আমেরিকার আগে হন্ডুরাস ও ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের জন্যও একই দল থাকবে। লিওনার্দো বালের্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, ভ্যালেন্তিন বারকো, ভ্যালেন্তিন কারবোনি ও অ্যাঞ্জেল কোরেয়া ফিরেছেন দলে। আগামী ২১ জুন কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গ্রম্নপে তাদের পরের ম্যাচ ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর সঙ্গে।

আর্জেন্টিনার দল : ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলিস্ন, এমিলিয়ানো মার্র্টিনেজ, গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস এম কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্র্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লু চেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, ভ্যালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেয়া, আলেজান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে