ক্রোয়েশিয়ার ইউরো দলের অধিনায়ক মদ্রিচ

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ঐতিহাসিক সাফল্যে নেতৃত্ব দিয়েছিলেন লুকা মদ্রিচ। ওইবার ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ক্রোয়াটরা। এরপর ২০২০ ইউরো ও ২০২২ বিশ্বকাপেও অধিনায়কত্ব করেছেন তিনি। গত বছর নেশনস লিগ ফাইনালে স্পেনের কাছে হেরে যায় তার দল। আরেকবার কোনো বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়ার হাতছানি তার সামনে। ক্রোয়েশিয়ার প্রাথমিক দল : গোলকিপার- ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, নাদিলকো লাবরোভিচ। ডিফেন্ডার- দোমাগোজ ভিধা, জোসিপ জুরানোভিচ, জোসকো জিভারদিওল, বোরনা সোসা, জোসিপ স্তানিসিচ, জোসিপ সুতালো, মার্তিন এরলিচ, মারিন পোনগ্রাকিচ। মিডফিল্ডার- লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভলাসিচ, লোভরো মাজের, লুকা ইভানুসেচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা। ফরোয়ার্ড- ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, ব্রম্ননো পেতকোভিচ, মার্কো পিজাচা, আন্তে বুদিমির, মার্কো পাসালিচ।