শ্রীলংকার বোলিং এখন বিশ্বের সেরা

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভিভ রিচার্ডস
লাসিথ মালিঙ্গার মতো একজন পেসার পেলেই বর্তে যায় যে কোনো দল। শ্রীলংকার বিশ্বকাপ দলে আছেন সেখানে এরকম দুইজন পেসার- নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা। মালিঙ্গার মতোই সিস্নঙ্গিং অ্যাকশন ও একই ঘরানার বোলার বলে বেশ আগে থেকেই এই দুজনের পরিচয় বেবি মালিঙ্গা। এই দুই তরুণ পেসারকে নিয়ে শ্রীলংকার বোলিং আক্রমণকে এখন বিশ্বের সেরা বলে দাবি করলেন লাসিথ মালিঙ্গা। এই দুই পেসারকেই খুব কাছ থেকে দেখেছেন মালিঙ্গা। আইপিএলে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে ২৯ বছর বয়সি থুশারার সঙ্গে লম্বা সময় কাজ করেছেন তিনি। ২১ বছর বয়সি পাথিরানার সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন নানা সময়েই। দুই পেসারের বোলিংয়ে স্কিল অনেক কিছুই আছে। তবে নিজে যেমন ছিলেন ইয়র্কার বিশেষজ্ঞ, দুই উত্তরসূরির এই স্কিলই বেশি নজর কেড়েছে বলে জানান মালিঙ্গা। লংকান কিংবদন্তি পেসার মালিঙ্গা বলেন, 'আপনাকে বোঝাতে পারব না, এটা কতটা খুশি করেছে আমাকে। টি২০তে সবসময়ই ইয়র্কার নিয়ে কথা হয়। কারণ ছক্কা থামাতে পারে এই ডেলিভারি। এরকম ইয়র্কার করার মতো দুজন পেসার একই দলে একই টুর্নামেন্টে খেলবে? এটা স্রেফ খ্যাপাটে, পুরোপুরিই পাগলাটে ব্যাপার। প্রথমবার আমি দেখছি, কোনো দেশে সম্পদের গভীরতা এতটা। আমার মনে হয়, (শ্রীলংকার) বোলিং লাইন-আপ এখন বিশ্বের সেরা।' দুই উত্তরসূরির মধ্যে থুশারার সঙ্গে নিজের মিল একটু বেশিই খুঁজে পান মালিঙ্গা, 'সে (থুসারা) নতুন বলে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢোকায়, ডানহাতি ব্যাটসম্যানের জন্য চমৎকারভাবে বাইরে নিয়ে যায়। তার সেস্নায়ার বলও দারুণ, যদিও সেটি আমার মতো এতটা হুট করে নিচু হয়ে যায় না, তার পরও বেশ ভালো।'