বিশ্বকাপে পাকিস্তানের মেন্টর উইন্ডিজের কিংবদন্তি!

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপের জন্য বেশ বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকদিন আগে। এবার মানসিক চাপ সামাল দেওয়ার জন্য বিশেষভাবে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে উইন্ডিজ কিংবদন্তি। বাবর আজমদের মেন্টাল ও স্কিল কন্ডিশনিং কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজেরই কিংবদন্তি ভিভ রিচার্ডসকে। মূলত চাপের মধ্যে ক্রিকেটারদের মানসিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির কাজে সাহায্য করেন রিড। বিশ্বকাপে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে পাকিস্তান। চুক্তিটাও হয়েছে কেবল বিশ্বকাপ পর্যন্তই। বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটারকে নিজেদের মেন্টর হিসেবে পেতে চায় পাকিস্তান। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে অনেক দলই খন্ডকালীন নিয়োগে স্থানীয় কোচদের নিয়োগ দিচ্ছে। যে তালিকায় যুক্ত হতে চাইছে ২০০৯ সালের টি২০ চ্যাম্পিয়নরা। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রিচার্ডসকে মেন্টর করার ব্যাপারে নিয়মিত যোগাযোগ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে পিসিবির একটি সূত্র জানায়, 'পাকিস্তান সুপার লিগে রিচার্ড যেভাবে কোয়েটা গস্ন্যাডিয়েটর্সের হয়ে দায়িত্ব পালন করেছে তাতে বেশ সন্তুষ্ট বোর্ড। তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পিসিবি, বিশেষ করে টি২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ অংশে।' যদিও তাকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ক্যারিবীয় কিংবদন্তি বিশ্বকাপের ধারাভাষ্য দলের অংশ হতে পারেন। তিনি পিসিবি এবং বিশ্বকাপের আয়োজক কারো সঙ্গেই অবশ্য চুক্তিতে স্বাক্ষর করেননি। ফলে তাকে পেতে সব রকমের চেষ্টাই করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।