বসুন্ধরার ট্রেবল-মোহামেডানের শিরোপা ধরে রাখার মিশন

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা লড়াইয়ের আগে মঙ্গলবার বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের অনুশীলন। ফাইনালে কিংসদের প্রতিপক্ষ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব -সংগৃহীত
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা নামতে যাচ্ছে আজ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে দুপুর ৩টায় ফাইনাল ম্যাচে শক্তিধর বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি মৌসুমে শিরোপা লড়াইয়ে এটি দুই দলের দ্বিতীয় দেখা। মৌসুম সূচক স্বাধীনতা কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে জিতে শিরোপা নিজের করে নিয়েছিল কিংস। আজ এক মৌসুমে তিনটি শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বসুন্ধরা। বসুন্ধরার ট্রেবল জয়ের স্বপ্ন। আর মোহামেডানের একদিকে শিরোপা ধরে রাখার, অন্যদিকে প্রতিশোধের ম্যাচ। কারণ ফাইনালে বসুন্ধরার কাছে ২-১ গোলে হেরে মৌসুমের প্রথম শিরোপাটি ঘরে তোলা হয়নি মোহামেডানের। আবার গত আসরের হিসাব করলে কিংসেরও প্রতিশোধের ম্যাচ। কারণ সেমিফাইনালে মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেই বিদায় নিতে হয়েছিল কিংসের। পরে তারা স্থান নির্ধারণী ম্যাচে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়। এবারের মৌসুমে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে কিংস। কিছুদিন আগেই প্রিমিয়ার লিগের শিরোপাও ঘরে তুলেছে বসুন্ধরা। এখন তাদের লক্ষ্য তৃতীয় শিরোপা। যেই কৃতিটি ঘরোয়া ফুটবলে একমাত্র শেখ রাসেলেরই আছে। ২০১২-১৩ সিজনে একই মৌসুমে তিনটি শিরোপা জিতেছিল শেখ রাসেল। তাদের এই রেকর্ডটি আবাহনী-মোহামেডানের মতো বড় বড় ক্লাবগুলোও এখন পর্যন্ত ভাঙতে পারেনি। বসুন্ধরা আজ জিততে পারলে রাসেলের রেকর্ডটি ছুঁতে পারবে। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গত মৌসুমে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল। নির্ধারিত সময়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র থাকার পর পেনাল্টি শুট আউটে মোহামেডান জিতেছিল ৪-২ গোলে। দীর্ঘ ১৪ বছর পর এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল আলফাজ আহমেদের শিষ্যরা। স্বাভাবিকভাবেই ফাইনাল ঘিরে আছে টান টান উত্তেজনা। এরই মধ্যে ৫ জন রেফারি নিয়ে আপত্তি তুলে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান। চিঠিতে বলা হয় ওই পাঁচ রেফারি পক্ষপাতদুষ্ট। তারা যেন ফাইনাল ম্যাচে না থাকে। মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, 'আমরা চাই ফাইনালটা যেন জমজমাট হয়। সে জন্য রেফারিংটা সুষ্ঠু হতে হবে। সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেলেও সমস্যা নেই। যে দলই অনিয়ম করুক, রেফারিং ঠিক মতো হোক।' এবারের টুর্নামেন্টে বসুন্ধরা কিংস এসেছে সি গ্রম্নপ থেকে। গ্রম্নপে নিজেদের প্রথম ম্যাচে ফর্টিসের বিপক্ষে ১-০ গোলের জয়, এরপর একই ব্যবধানে শেখ রাসেলকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপে চ্যাম্পিয়ন হয় কিংস। কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জকে ২-০ গোলে হারানোর পর সেমিফাইনালে গত আসরের রানার্স আপ ঢাকা আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বসুন্ধরা। অন্যদিকে মোহামেডান এসেছে ডেথ গ্রম্নপখ্যাত 'বি' গ্রম্নপ থেকে। এই গ্রম্নপে চারটি দল থাকায় তাদের খেলতে হয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারানোর পর একই ব্যবধানে ব্রাদার্সকেও হারায়, এরপর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াইয়ে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রম্নপের চ্যাম্পিয়ন হয় আলফাজ আহমেদের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে পুলিশকেও হারায় ২-১ গোলেই। অর্থাৎ ৫টি ম্যাচের সবগুলোতেই একই ব্যবধানে জিতেছে মোহামেডান। স্বাভাবিকভাবেই আজ দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।