রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ম্যানসিটি ছেড়ে যাওয়ার কাছাকাছি গার্দিওয়ালা!

ক্রীড়া ডেস্ক
  ২১ মে ২০২৪, ০০:০০
ম্যানসিটি ছেড়ে যাওয়ার কাছাকাছি গার্দিওয়ালা!

প্রতি মৌসুম শেষ হলেই পেপ গার্দিওয়ালার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। গতকাল ম্যানচেস্টার সিটিকে টানা চতুর্থ শিরোপা জিতিয়ে এবারও এক প্রশ্নের মুখোমুখি তিনি। এবার অবশ্য ছেড়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ম্যানসিটি কোচ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে গার্দিওলা বলেছেন, 'বাস্তবতা হচ্ছে আমি থাকার চেয়ে চলে যাওয়ার কাছাকাছি অবস্থান করছি।'

২০১৬ সাল থেকে ম্যানসিটির দায়িত্ব পালন করছেন তিনি। চুক্তি রয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। নিজের ভবিষ্যৎ নিয়ে গার্দিওলা বলেছেন, 'ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমার অনুভূতি হচ্ছে এখন আমার থাকতে সমস্যা নেই। আগামী মৌসুমেও থাকব। তখনই আমি কথা বলব। কিন্তু আট-নয় বছর হলে তখন ব্যাপারটা ভেবে দেখতে হবে।'

আগামী সপ্তাহে এফএ কাপের ফাইনালে মৌসুমের শেষ ম্যাচের জন্য মুখিয়ে আছেন ভীষণ। এখন তার নতুন কোনো প্রেরণা প্রয়োজন, 'আমার চুক্তি আছে বলে এখনো আছি। তবে কখনো কখনো নিজেকে ক্লান্ত লাগে। কখনো কখনো আবার মুহূর্তগুলো ভালোবাসি। আমরা এখানে ম্যাচ জেতার জন্য আছি। নতুন খেলোয়াড়দের নিয়ে অবস্থাটা আরও দারুণ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে