রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সেরা দুইয়েও থাকতে পারল না বায়ার্ন

ক্রীড়া ডেস্ক
  ২০ মে ২০২৪, ০০:০০
সেরা দুইয়েও থাকতে পারল না বায়ার্ন

শেষ হলো জার্মান বুন্দেসলিগার ২০২৩-২৪ মৌসুম। এই মৌসুমে জার্মান ক্লাব ফুটবলে গড়েছে নতুন এক ইতিহাস। প্রথম দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করেছে বায়ার লেভারকুজেন। তবে ইতিহাস গড়া এই মৌসুম কোনোভাবেই মনে রাখতে চাইবে না বায়ার্ন মিউনিখ। আরও আগেই লেভারকুজেনের হাতে ১১ বছরের রাজত্ব হারিয়েছিল বায়ার্ন। এবার শেষটাও ভালো হলো না তাদের। শনিবার রাতে মৌসুমের শেষ ম্যাচে হোফেনহেমের কাছে ৪-২ গোলে হেরেছে বায়ার্ন।

বায়ার্ন মিউনিখের এই ম্যাচে হারটা ছিল বিষাদের-অস্বস্তির। ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। অথচ এরপর পুরো ম্যাচে তো কোনো গোল পেলই না, উল্টো হফেনহেইমের মতো দলের কাছে ৪ গোল হজম করতে হলো তাদের। শীর্ষস্থান আগেই হারিয়েছিল। শেষ ম্যাচে অস্বস্তিকর এই হারে দুইয়ে থেকেও মৌসুম শেষ করতে পারল না মিউনিখ। তিনে থেকে মৌসুম শেষ করেছে তারা। ৩৪ ম্যাচে মিউনিখের পয়েন্ট ৭২। আর ১ পয়েন্ট বেশি নিয়ে ভিএফবি স্টুগার্ট মৌসুম শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। এই ম্যাচটি জিততে পারলে দুইয়ে থেকেই মৌসুম শেষ করতে পারত থমাস টুখেলের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে