রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

জার্সি উন্মোচনে মুন্সিয়ানা দেখিয়েছে আফগানরা

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আফগান ক্রিকেটাররা -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক
  ২০ মে ২০২৪, ০০:০০
জার্সি উন্মোচনে মুন্সিয়ানা দেখিয়েছে আফগানরা

সুউচ্চ দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে অবিরাম মায়াবী পাহাড়ি ঝর্না। আর এই ঝর্নার মধ্য দিয়েই সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে একদল শিশু। পাহাড় পেরিয়ে গ্রাম আবার গ্রাম পেরিয়ে শহর তবুও যেন থামছে না তাদের এই পথচলা। কিন্তু কেন তাদের এই নিরন্তর ছুটে চলা। কোথায় শেষ হবে তাদের এই পথ। কখন পৌঁছবে তাদের গন্তব্যে!

হঁ্যা, তাদের এই ছুটে চলা কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামের উদ্দেশ্যে। যেখানে তাদের জন্য রাখা আছে এক পানিভর্তি জাদুর পাত্র। স্টেডিয়ামে পৌঁছেই তারা ছুটে যায় সেই পাত্রের দিকে। এবার সেই পাত্রে শিশুরা একে একে রাখছে সঙ্গে করে নিয়ে আসা দৃষ্টিনন্দন ল্যাপিস লাজুলি পাথর। সঙ্গে ডুবিয়ে দেওয়া হয় এক গুচ্ছ গম।

পাথর ও গম রাখা শেষ হতেই কাজ শুরু করে দেয় পাত্রটি। পাত্র থেকে ভেসে আসে আকাশি-নীল রঙের একটি জার্সি। যা দেখে অবাক হয়ে যায় সেই শিশুরা। মনে হয় যেন আরব্য রজনীর কোনো জাদুকরের জাদুর পাত্র। যেখানে জাদুর ছোঁয়ায় হাজির হয়ে যায় সবকিছু। পাশেই অনুশীলনে ব্যস্ত থাকা আফগান ক্রিকেটারও অবাক হয়ে দেখতে আসেন সেই পাত্র। হযরতুলস্নাহ যাযাই, মুজিবুর রহমান ও নাজিবুলস্নাহ জাদরানরা জাদুর পাত্র ছুঁয়ে দিতেই একে একে তাদের গায়ে ফিট হয়ে যায় সেই জার্সি। এবার পালা জার্সি পরে ফটোসেশন।

ঠিক এভাবেই আসন্ন টি২০ বিশ্বকাপের জার্সি উন্মোচন করে মুন্সিয়ানা দেখিয়েছে আফগানরা। অন্য দেশ যেখানে হোটেল কিংবা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করে। আফগানরা সেখানে শিশুদের নিয়ে তৈরি করা চমকপ্রদ এই ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করে চমক দেখাল বিশ্বকে।

আকাশি-নীলের এই জার্সি আফগানদের সম্প্রীতিকে নির্দেশ করে। সেই সঙ্গে দেশটির উপজাতি, দৃষ্টিনন্দন ল্যাপিস লাজুলি পাথর ও প্রধান অর্থকরী ফসল গমের কারুকাজ স্থান পেয়েছে জার্সিতে।

আফগানিস্তান ছাড়াও ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অন্য দেশও জমকালোভাবে তাদের জার্সি উন্মোচন করলেও বাংলাদেশ এখন প্রকাশ করতে পারেনি তাদের বিশ্বকাপ জার্সি। যদিও বৃহস্পতিবার থেকেই বাংলাদেশ দলের একটি জার্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে। তবে এটিই বাংলাদেশের জার্সি কি না, সে বিষয়ে মেলেনি কোনো সত্যতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে