মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

মুস্তাফিজের বেশি পছন্দ টি২০

আমি টি২০টা খুব পছন্দ করি। এই সংস্করণে চাপ বেশি। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি - মুস্তাফিজুর রহমান
ক্রীড়া প্রতিবেদক
  ২০ মে ২০২৪, ০০:০০
টাইগার পেসার মুস্তাফিজুর রহমান

আইপিএলের চলতি আসরে বল হাতে বেশ চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। এমনকি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজের শেষ দুই ম্যাচেও রাজত্ব করেছেন বাঁ-হাতি এই পেসার। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের এক ছাদের নিচে আবদ্ধ হওয়ার কারণে আইপিএলকে শেখার সবচেয়ে উত্তম মঞ্চ হিসেবে আখ্যায়িত করা হয়। আর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে শেখা বিষয়াদি সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিতে ইচ্ছুক দ্য ফিজ।

দেশের ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আগমন অনেকটা ধূমকেতুর মতো। তবে তিনি হারিয়ে যাননি। বরং অনবদ্য পারফরম্যান্সে হয়ে উঠেছেন দলের বোলিং আক্রমণের অন্যতম নেতা। তার বোলিংয়ের ধার হয়তো ক্যারিয়ারের শুরুর মতো নেই, তবে এখনো তিনি ঠিকই টি২০তে ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ পেসার।

বেশিরভাগ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে ওপরে রাখেন। তবে কুলীন সংস্করণ নয় মুস্তাফিজুর রহমানের বেশি পছন্দ টি২০। বাঁ-হাতি এই পেসার লাল বল থেকে নিজেকে সরিয়ে নিয়ে সেই বার্তা অবশ্য আগেই দিয়েছিলেন। বিশ্বকাপের আগে মুস্তাফিজ জানিয়েছেন টি২০ ঘিরে তার ভাবনার কথা। মুস্তাফিজ থেকে ফিজ হয়ে ওঠার পেছনের গল্প।

টি২০ দিয়েই ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুস্তাফিজের। যদিও বেশি সাড়া ফেলেন শুরুতে ওয়ানডেতে, ভারতকে হারিয়ে। পরে খেলেছেন সব সংস্করণেই। মাত্র ১৪ টেস্টেই থমকে গেছেন, লাল বল থেকে নিজেকে দূরে নিয়ে গেছেন স্বেচ্ছায়।

১০৩টি ওয়ানডে আর ৯২ টি২০ খেলা মুস্তাফিজের যে সীমিত ওভারই বেশি পছন্দ তা বোঝাই যায়। ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটেও প্রচুর টি২০ খেলা পেসার জানালেন তার কাছে বেশি চাপের মনে হয় কুড়ি ওভারের লড়াই, এটাই উপভোগ করেন তিনি, 'ভালো লাগার প্রসঙ্গ এলে আমি টি২০টা খুব পছন্দ করি। এই সংস্করণে চাপ বেশি। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি।'

আইপিএলে নিয়মিত মুখ হলেও দেশের হয়ে খেলেই বেশি গর্ব অনুভব করেন মুস্তাফিজ। দেশের হয়ে বড় কিছু অর্জনের আক্ষেপও শোনা গেল বিসিবির প্রকাশিত ভিডিওতে, 'দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। আমি সব সময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার মনে হয় যখন কোনো বড় টুর্নামেন্ট হয়, কোনো বড় ট্রফি জেতে, তখন বড় খেলোয়াড় বলা হয়। এই আক্ষেপ তো সব সময় রয়েই গেছে।'

মুস্তাফিজকে সারা বিশ্ব এখন শুনে ফিজ নামে। এই ফিজ নামকরণের পেছনের গল্প জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলের অনুশীলনের সময় হোয়াইট বোর্ডে কোচদের নাম লেখার সুবিধার্থেই তার নাম হয়ে যায় ফিজ, 'আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন, বোলিং সেশনের বিষয় লেখা থাকে। ওই বোর্ডে যদি পুরো নাম লেখে, তাহলে অনেক বড় হয়ে যায়। এ কারণে লেখে ফিজ। প্রথম দিন আমি বুঝিনি। ভেবেছি এটা কে। তারপর আমাকে বলেছে, এটা তুমি। এরপর থেকেই... এরপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম ২০১৬ সালে। ওখানেও ফিজ নামটা জনপ্রিয় হয়ে গেছে। এরপর থেকেই চলছে।'

মুস্তাফিজ নিজের ধার বাড়াতে সব সময় কথা বলেন সতীর্থদের সঙ্গে। একেকজনের অভিজ্ঞতা ভাগাভাগি করে ঋদ্ধ হন তারা। পরামর্শ নেন সিনিয়রদের কাছ থেকেও, 'আমাদের যে পেস বোলাররা আছে, তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন (বিশ্বকাপ দলে জায়গা পাননি), হাসান মাহমুদ। আমি যেটুকু শিখেছি, সেটা ওদের সঙ্গে ভাগাভাগি করব। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়। সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোনো কিছু জানার থাকলে ভাইদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে