রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

এশিয়ায় কমল বাংলাদেশের কোটা পেস্ন অফে কিংস

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ মে ২০২৪, ০০:০০
এশিয়ায় কমল বাংলাদেশের কোটা পেস্ন অফে কিংস

এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্লাব প্রতিযোগিতার ফরম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত। কয়েক বছর পর আবার পরিবর্তন এসেছে ফরম্যাটে। শীর্ষ দেশের ক্লাবগুলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এলিটে এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আর সর্বশেষ স্তর এএফসি চ্যালেঞ্জ লিগ। প্রস্তাবিত এই ফরম্যাট বৃহস্পতিবার এএফসি'র বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়েছে। 

নতুন ফরম্যাটে এশিয়ান ফুটবল কনফেডারেশন ক্লাব পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব কমল। সাম্প্র্রতিক সময়ে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের মূল পর্বে এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন/লিগ রানার্স আপ এএফসি কাপের পেস্ন অফ খেলত। এএফসি'র নতুন প্রতিযোগিতার ফরম্যাটে বাংলাদেশের একটি ক্লাব খেলার সুযোগ পাবে। সেটা সরাসরি গ্রম্নপ পর্বে নয়, পেস্ন অফের মাধ্যমে।

বসুন্ধরা কিংস লিগ চ্যাম্পিয়ন হওয়ায় তারাই চ্যালেঞ্জ লিগের পেস্ন অফে খেলবে এটাই অনুমেয়। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে সেই মূল পর্বে খেলতে হলে পেস্ন অফ খেলে যেতে হবে। জুলাই মাসের শেষে এবং আগস্টে পেস্ন অফ রয়েছে চ্যালেঞ্জ লিগের। সেই পেস্ন অফ এক লেগেই হওয়ার কথা। বসুন্ধরা কিংস পেস্ন অফের কোন পর্যায়ে অংশ নেবে সেটা এখনো নিশ্চিত নয় বাফুফে। এএফসি'র নতুন ফরম্যাট অনুযায়ী চ্যালেঞ্জ লিগের মূল পর্ব হবে ২০ দল নিয়ে।

বসুন্ধরা কিংস ঘরোয়া লিগে দাপট দেখালেও আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থই। দেশে দাপট দেখানো ক্লাবটি এএফসি কাপের গ্রম্নপ পর্ব পার হতে পারেনি একবারও। বসুন্ধরা কিংস গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পেস্ন অফে খেলেছিল। ঢাকা আবাহনী জোনাল সেমিফাইনাল খেলে বাংলাদেশের ক্লাব পয়েন্ট বৃদ্ধি পাওয়ায়। আবাহনীর কর্মের সুফল ভোগ করলেও কিংস নিজেরা তেমন কিছু করতে পারেনি। ফলে এখন গতবারের চেয়ে আরও এক ধাপ নিচে গিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশের ক্লাবকে।

দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ভারত দ্বিতীয় স্তরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দু'টি পেয়েছে। একটি ক্লাব সরাসরি আরেকটির পেস্ন অফ খেলতে হবে। দক্ষিণ এশিয়ার অন্য ছয় দেশ তৃতীয় স্তরে পেস্ন অফ খেলে মূল পর্বে জায়গা করে নিতে হবে। তৃতীয় স্তরে কুয়েত, তুর্কমেনিস্তান ও লেবানন থেকে একটি করে সরাসরি খেলবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো এএফসি কম্পিটিশনে পশ্চিম জোনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে