রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

উসাইন বোল্টের ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
  ১৮ মে ২০২৪, ০০:০০
উসাইন বোল্টের ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ

টি২০ বিশ্বকাপ মানেই এক সময় ছিল ওয়েস্ট ইন্ডিজ। দুইবার শিরোপা জিতে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে দলটি। তবে এখন আর টি২০তে ওয়েস্ট ইন্ডিজের সেই দাপটটা আর নেই। তবুও আসন্ন টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেই ফেভারিট মানছেন জ্যামাইকান স্প্রিন্টার এবং বিশ্বের দ্রম্নততম মানব উসাইন বোল্ট।

গেল দুই টি২০ বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ আসরে তো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তারা। তবে এবার টি২০ বিশ্বকাপে আবারও আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যার কারণে বোল্টের চোখে ওয়েস্ট ইন্ডিজই সেরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় বোল্ট বলেন, 'আমি সবসময়ই আমার ঘরের দলের পক্ষে। আমাদের বড় হিটার আছে কয়েকজন। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ (জিতবে)।'

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হতে পেরে বেজায় খুশি বোল্ট। তিনি বলেন, 'আমি রোমাঞ্চিত। অবশেষে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। আমার বাবাকে দেখেছি সবসময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে। যে খেলাটাকে ভালোবেসেছি সেটার প্রসারে কাজ করতে পেরে ভালো লাগছে। এবারের টুর্নামেন্টটা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা হতে চলেছে। আমি অবশ্যই মাঠে এসে দলকে সমর্থন দেবো। এটা দারুণ একটা ব্যাপার হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে