রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে

ক্রীড়া ডেস্ক
  ১৮ মে ২০২৪, ০০:০০
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে

যৌথভাবে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে ছিল বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানি। তাদের হারিয়ে নারীদের দশম বিশ্বকাপের আয়োজনের স্বত্ব জিতে নিয়েছে ব্রাজিল। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফিফার বার্ষিক কংগ্রেসে নারী বিশ্বকাপের আয়োজক হওয়ার ভোটাভুটিতে জিতেছে ব্রাজিল। বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি যৌথ আয়োজক হওয়ার বিড করেছিল। তাদের দৌড় থেমে গেছে বিশাল ব্যবধানে ভোটে হেরে।

ব্রাজিলই দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দেশ, যেখানে প্রথমবার ফিফা নারী বিশ্বকাপ হবে। ফিফার কংগ্রেসে ভোটাভুটিতে ১১৯ ভোট পায় ব্রাজিল। বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানি পায় ৭৮ ভোট। এই লড়াইয়ে ছিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোও। তবে পরে লড়াই থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। তাদের এখন লক্ষ্য ২০৩১ সালের আসর আয়োজন করা। এর আগে ২০২৬ সালে ফিফা পুরুষ বিশ্বকাপেরও সহ-আয়োজক দেশ দুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে