রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

দেশের হয়ে খেলার অন্যরকম এক গর্ব, অনুভূতি :তাসকিন

বাংলাদেশ দলে যখনই সুযোগ পাই, প্রতিবার অন্যরকম এক অনুভূতি হয়। দেশের হয়ে খেলার অন্যরকম এক গর্ব, অনুভূতি। এটা ব্যাখ্যা করা কষ্ট আমার জন্য। যখন আমি আবার ফিরে এসেছি, এরপর থেকে অনেক মূল্য দিই এই জায়গাকে। তাসকিন আহমেদ
ক্রীড়া প্রতিবেদক
  ১৮ মে ২০২৪, ০০:০০
টি২০ বিশ্বকাপের দল ঘোষণায় অন্যতম চমক ছিল তাসকিন আহমেদের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া। বড় আসরের আগে হুট করেই এই দায়িত্ব পেয়েছেন তারকা পেসার -ফাইল ফটো

টি২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকায়। তবে দেশ ছাড়ার আগে দলের প্রতিটি খেলোয়াড়ই নিজের অনূভুতি নিয়ে কথা বলেছেন বিসিবির ডিজিটাল পস্নাটফর্মে। শুক্রবার বিসিবি প্রকাশ করেছে তাসকিন আহমেদের কথা। আসন্ন বিশ্বকাপে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টাইগার এই পেসার।

চোটের কারণে তাসকিন আহমেদকে নিয়ে ছিল অনেক অনিশ্চয়তা। তার জন্য বিশ্বকাপ দল ঘোষণাও বিলম্ব হচ্ছিল। শেষ পর্যন্ত সহ-অধিনায়ক হিসেবেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়েছেন তিনি। এই ডানহাতি পেসারের বিশ্বাস, নিশ্চিতভাবেই তারা এবার সুপার এইটে খেলতে পারবেন।

শুরুতে নতুন দায়িত্ব নিয়ে তাসকিন বলেন, 'আমি অনেক ভালো অনুভব করছি। দলেও আছি, সহ-অধিনায়কও হয়েছি। শুকরিয়া আলস্নাহ্‌র কাছে। দল ঘোষণা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে, ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা দু'দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার।'

তাসকিন মনে করেন বাংলাদেশ দলের হয়ে খেলার চেয়ে শান্তির কিছু নেই, 'বাংলাদেশ দলে যখনই সুযোগ পাই, প্রতিবার অন্যরকম এক অনুভূতি হয়। দেশের হয়ে খেলার অন্যরকম এক গর্ব, অনুভূতি। এটা ব্যাখ্যা করা কষ্ট আমার জন্য। যখন আমি আবার ফিরে এসেছি, এরপর থেকে অনেক মূল্য দিই এই জায়গাকে।'

'আমি যখন আড়াই থেকে তিন বছর বাইরে ছিলাম, তখন বুঝতে পেরেছি, বাংলাদেশ দলের হয়ে খেলার শান্তি অন্য কিছুতে নেই। এটা আসলে মূল্যহীন। আমি বাংলাদেশ হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। কারণ সবাই বলত আমি শেষ। নিজের সঙ্গে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে, আমি আরেকবার লাল-সবুজ জার্সি পরব।' যোগ করেন এই পেসার।

তাসকিন জানালেন, এখন দেওয়ার সময় তার, 'এখন আমার দেওয়ার সময়ও হয়েছে। আমি আগের চেয়ে উন্নতি করেছি, অভিজ্ঞ হয়েছি। এত বছর খেলে আমি যদি উন্নতি না করি তবে আমি আমার দেশের সঙ্গে অন্যায় করছি। এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে, খেলিয়েছে, সুযোগ দিয়েছে, এখন আমার সময় পরবর্তী কয়েক বছর দেশকে ভালো কিছু দেওয়ার।'

এবার টি২০ বিশ্বকাপে 'ডি' গ্রম্নপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডস। এই গ্রম্নপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। কাজটা কঠিন হলেও তাসকিনের মনে আছে বিশ্বাস, 'আমি বিশ্বাস করি আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে। যদিও প্রথম দুটো ম্যাচই বড় ম্যাচ। টি২০ খুবই অনিশ্চয়তার খেলা। যে কেউ যা কাউকে হারিয়ে দিতে পারে। নেদারল্যান্ডস, নেপালকেও হালকাভাবে নেওয়ার কিছু নেই। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা অবশ্যই যাব দ্বিতীয় রাউন্ডে।'

টেক্সাস অঙ্গরাজ্যের ভেনু্যতেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী মঙ্গলবার থেকে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে