বাংলাদেশের 'প্রথম' দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীড়

প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাউন্ড রবিন অথবা সুইস লিগ এই দুটি পদ্ধতিই বাংলাদেশের দাবায় প্রচলিত। প্রথমবারের মতো আয়োজিত ডাবল রাউন্ড রবিন লিগ টুর্নামেন্ট হয়েছে বাংলাদেশে। ডাবল রাউন্ডে এক প্রতিপক্ষের একবার সাদা-আরেকবার কালো ঘুটি নিয়ে খেলা হয়। এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি  দেশে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ। দীর্ঘদিন বাংলাদেশ দাবার সঙ্গে থাকা হারুন ডাবল রাউন্ড পদ্ধতি সম্পর্কে বলেন, 'বিশ্বের অনেক বড় টুর্নামেন্ট এভাবে ডাবল রাউন্ডে হয়। বাংলাদেশে আগে কখনো হয়নি। এবারই প্রথম বাংলাদেশে হয়েছে।' এলিগ্যান্ট চেস একাডেমি আয়োজিত এই টুর্নামেন্টে এবার ৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেছেন। ১৪ রাউন্ডের খেলায় দুই রাউন্ড আগেই ফিদে মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। দেশে প্রথমবারের মতো আয়োজিত ডাবল রাউন্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে নীড় বলেন, 'চ্যাম্পিয়ন হয়েছি ভালো লাগছে তবে আরও ভালো খেলার ইচ্ছে ছিল। জেতা-পয়েন্ট পাওয়ার সঙ্গে ভালো খেলার পার্থক্য রয়েছে।'  নীড়ের বর্তমান রেটিং ২৪২৩। এই টুর্নামেন্টে ফিদে স্বীকৃত হওয়ায় রেটিং বাড়বে মাস শেষে। মঙ্গলবার ১৩তম রাউন্ডে নীড় হেরেছেন আরেক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের কাছে। এই টুর্নামেন্টে খেলছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন, ফিদে মাস্টার নাইম, তৈয়বুর রহমান, সৈয়দ মাহফুজুর রহমান ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।