অদ্ভুত যুক্তিতে বিশ্বকাপ দলে লিটন

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে টানা ব্যর্থতার পরও লিটনের ওপর ভরসা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তাই নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে অনুশীলন করেছেন তিনি। মঙ্গলবার মিরপুরের সেন্ট্রাল উইকেটে লিটন ব্যাটিং অনুশীলন করলেও তার ভুল ধরিয়ে দেওয়ার মতো ছিল না কেউ -সংগৃহীত
ফর্মটা এমনিতেই খুব একটা ভালো যাচ্ছিল না লিটন দাসের। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান খরায় ভুগছেন তিনি। তাকে বাদ দেওয়া হয় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি২০'র একাদশ থেকেই। ঘরের মাঠে শ্রীলংকা সিরিজেও মোটাদাগে ব্যর্থ হয়েছেন তিনি। অধারাবাহিক পারফরম্যান্সের জন্য মাঝে অবশ্য দল থেকে বাদও পড়েছিলেন। অনেকেরই ধারণা ছিল, আসন্ন টি২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন লিটন। তবে তাকে রেখেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছর টি২০ ফরম্যাটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন। ৬ ম্যাচ খেলে করেছেন ৭৯ রান, গড় ১৩! জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ১, ২৩ ও ১২ রান করে একাদশ থেকে ছিটকে যান। অফফর্মে থাকার পরও কেন লিটনের ওপর আস্থা রাখা হলো? দল ঘোষণার সময় বিষয়টি নিয়ে অদ্ভূত যুক্তি দাঁড় করিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি, উইকেটকিপিং বিবেচনায় নিয়েই তাকে দলে টেনেছেন তারা। বিসিবির বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। একইসঙ্গে প্রশ্ন উঠেছে অফফর্মে থাকা লিটন দাসের দলে অন্তর্ভুক্তি নিয়ে। যদিও দল ঘোষণার সময় লিটনের অন্তর্ভুক্তির বিষয়টি ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মঙ্গলবার মিরপুরে দল ঘোষণার সময় এমন প্রশ্ন ছিল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে। উত্তরে তিনি বলেন, 'লিটনকে যে ম্যাচে যুক্ত করতে পারিনি সেটা সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল। সেখানে চিন্তা করতে হয়েছে শুধু একজন ওপেনার না সেখানে উইকেটকিপিং দিকটাও আছে। সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেন করার ক্ষেত্রে এনামুল হক বিজয়ের নাম চিন্তা করেছি।' 'আর এই ফর্মের ঘাটতির পরও আমরা লিটনের ওপর আস্থা রেখেছি। ওকে নিয়ে কাজ করা হচ্ছে, কিভাবে সে এগিয়ে আসতে পারে। বল সিলেকশন ও শট সিলেকশনের ক্ষেত্রে লিটনকে নিয়ে কাজ করা হচ্ছে।' জিম্বাবুয়ের বিপক্ষে বেশ কয়েকজন ক্রিকেটারের ফর্মই চিন্তা বাড়িয়েছে বিসিবির জন্য। প্রতিবারই বড় টুর্নামেন্টের আগে অফ ফর্মে চলে যান বাংলাদেশের ক্রিকেটাররা। এ নিয়েও প্রশ্ন ছিল প্রধান নির্বাচকের কাছে। তিনি বলেন, 'বড় আসরে গেলেই বড় ক্রিকেটারের জন্য চাপ বাড়ে। জিম্বাবুয়ের সঙ্গে চাপ অনুভব করবে এটা না। বৈশ্বিক আসরেই তাদের সেই চাপটা থাকে। অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে।' এদিকে জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই লিটন দলে থাকলেও, উইকেটকিপিংয়ে তার বিকল্প খুঁজতে চেয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সে কারণে পুরো সিরিজে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন জাকের আলী অনিক। তবে এই ভূমিকায় জাকেরের পারফরম্যান্স হয়তো আশা জাগাতে পারেনি বিসিবিকে। বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া হয়েছে তার হাত থেকে, এমনকি বল ক্যারি করতেও জাকেরকে নড়বড়ে দেখা গেছে। মনে হচ্ছিল বল ঠিক গস্নাভসে থাকছে না। আর এ কারণেই লিটনের হাতেই কিপিংয়ের দায়িত্ব ছাড়তে হচ্ছে জাকেরকে!