গোল-অ্যাসিস্টের চেয়েও হলুদ কার্ড বেশি যে উইঙ্গারের

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
একজন উইঙ্গার, গোল করা ও বানিয়ে দেওয়াই যার কাজ। এমন একজনের পাওয়া হলুদ কার্ডের সংখ্যা যদি তার গোল-অ্যাসিস্টের যোগফলের চেয়ে কম হয়, তাহলে অবাক না হয়ে পারা যায়? উত্তরটা হয়তো না, অবাক হতে হয় ইভান আলেহোকে নিয়েও। কাদিজের এই ফুটবলার এবার লা লিগায় ২১ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন। সব মিলিয়ে ২৯ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তবে করতে পারেননি কোনো গোল, সহায়তা করেছেন মাত্র ২টিতে। সেল্টা ভিগোর পর অ্যাসিস্ট করেছিলেন ওসাসুনা ম্যাচে। অথচ তিনি হলুদ কার্ড পেয়েছেন ১৭টি। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত হলুদ কার্ড পাওয়াদের মধ্যে ইভান আলেহোর নাম সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন ইতালিয়ান সিরিআ'য় খেলা লেয়ান্দ্রো প্যারাদেস। রোমার আর্জেন্টাইন এই ফুটবলার পেয়েছেন ১৪টি হলুদ কার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৩টি হলুদ কার্ড দেখেছেন ফুলহ্যামের জোয়াও পালহিনহা, বুন্দেসলিগায় সমানসংখ্যক হলুদ কার্ড পেয়েছেন মাইনজের ডমিনিক কর। লিগ ওয়ানের মোনাকোর ডেনিস জাকারিয়া পেয়েছেন ১১টি হলুদ কার্ড।