শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

সেমিফাইনালে আজ মুখোমুখি আবাহনী ও কিংস

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ মে ২০২৪, ০০:০০
সেমিফাইনালে আজ মুখোমুখি আবাহনী ও কিংস

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিধর দুই দল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর ৩টায় ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর মুখোমুখি হতে যাচ্ছে সদ্য প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়া দল বসুন্ধরা কিংস। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে খেলে চীরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরে রানার্স আপ হয়েছিল আবাহনী। দুই ঐতিহ্যবাহী ক্লাবের সমর্থকদের প্রত্যাশা এবারও টুর্নামেন্টের ফাইনালে আরও একটি আবাহনী-মোহামেডান লড়াইয়ের। তবে তার জন্য আজ বসুন্ধরা বাধা টপকাতে হবে আবাহনীকে।

শিরোপার প্রত্যাশায় দল গড়েও গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বসুন্ধরা কিংসকে। মোহামেডানের কাছে সেমিতে ২-১ গোলে হেরে শেষে স্থান নির্ধারণী ম্যাচে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল বসুন্ধরা। ঘরোয়া ফুটবলের অন্যতম দলটির জন্য ছিল সেটি দারুণ হতাশার। অন্যদিকে গত টুর্নামেন্টের সেমিফাইনালে শেখ রাসেলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই ফাইনালে নাম লিখিয়েছিল আবাহনী। ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চীরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। তবে মর্যাদার সেই লড়াইটিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেও টাইব্রেকারে আবাহনী হেরে যায়, ৪(৪)-৪(২) গোলে। দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশনকাপের শিরোপা জিতে মোহামেডান।

এবারের টুর্নামেন্টেও ফাইনালে নাম লিখিয়েছে মোহামেডান। কে হবে তাদের প্রতিপক্ষ আবাহনী নাকি বসুন্ধরা? সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে এই ম্যাচে বসুন্ধরাকেই এগিয়ে রাখা যায়। এর মধ্যে দু'দিন আগেই লিগের শিরোপা জয়ের আত্মবিশ্বাস তো আছেই। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতাকাপের শিরোপাটিও গেছে বসুন্ধরার ঘরেই। ওই টুর্নামেন্টেও একই রকমভাবে সেমিফাইনালে খেলেছিল আবাহনী-বসুন্ধরা। গত বছর যে ম্যাচে বসুন্ধরার কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল আবাহনী। স্বাধীনতাকাপের ফাইনালে খেলেছিল মোহামেডান-বসুন্ধরা। প্রিমিয়ার লিগে দুইবারের দেখাতেই বসুন্ধরার কাছে হেরে গেছে আবাহনী। তবে আজকের এই ম্যাচে আবাহনী আরও দুর্দান্তও হয়ে উঠতে পারে। কারণ এরই মধ্যে লিগের শিরোপা হাতছাড়া হয়ে গেছে ঐতিহ্যবাহীদের। স্বাধীনতাকাপের শিরোপাও জেতা হয়নি। তাই হাতে আছে এই এক টুর্নামেন্টই। শিরোপা খরা ঘোচাতে আজ বসুন্ধরার বিপক্ষে জয়ের বিকল্প নেই আকাশী-নীলদের। ফেডারেশন কাপে আবাহনী এসেছে ডেথগ্রম্নপ থেকে। 'বি'গ্রম্নপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ৬-০ গোলের জয়ে শুরু, এরপর চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারায় তারা। তবে গ্রম্নপের শেষ ম্যাচে চীরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ২-১ গোলে হেরে যায় আবাহনী। তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপের রানার্স আপ হয় আকাশী-নীলরা। শেষ আটে ফর্টিস এসএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেডারেশন কাপের বর্তমান রানার্স আপ দলটি। অন্যদিকে বসুন্ধরা এসেছে 'সি'গ্রম্নপ থেকে। এই গ্রম্নপে তিন দল হওয়াতে দুই ম্যাচ খেলেছে তারা। দু'টিতেই জয়। প্রথম ম্যাচে তারা ফর্টিসকে হারায় ১-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলকেও একই ব্যবধানে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপের চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা। কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জকে ২-০ গোলে হারায় কিংসরা। যদিও তিনটি ম্যাচেই জিতেছে বসুন্ধরা। তবে গোল স্কোরিংয়ের হিসাবে এগিয়ে আছে আবাহনী। তাই সেমিফাইনালে আবাহনীর বিপক্ষে আরও সাবধানী হতে হবে বসুন্ধরাকে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে