শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
  ১৩ মে ২০২৪, ০০:০০
আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ আগে থেকেই আছে ম্যানচেস্টার সিটির হাতে। এবার পয়েন্ট তালিকায়ও শীর্ষে উঠে গেল তারা। ফুলহ্যামকে উড়িয়ে দুইয়ে নামিয়ে দিলো শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে। প্রিমিয়ার লিগে শনিবার রাতে ফুলহ্যামের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল।

ম্যানসিটির একক আধিপত্যের ম্যাচে জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল, দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফিল ফোডেন। শেষ গোলটি করেন জুলিয়ান আলভারেজ। ৩৬ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে ম্যানসিটির পয়েন্ট হলো ৮৫। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। ম্যানসিটির এই জয়ে লিভারপুলের যা একটু আশা ছিল, তাও শেষ হয়ে গেল। ৭৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ইয়ুর্গেন ক্লাপের দল লিভারপুল।

ইংলিশ ফুটবলে অভূতপূর্ব সাফল্যের বেশ কাছে ম্যানসিটি। আর দুটি ম্যাচ জিতলেই হলো, প্রথম ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগে টানা চারবার ট্রফি ছুঁয়ে দেখবে তারা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান নিয়েছে পেপ গার্দিওয়ালার দল। লন্ডনে শনিবার রাতের ম্যাচে সব আলো কেড়ে নিয়েছে ম্যানসিটি। লিগে নিজেদের টানা সপ্তম ও ফুলহ্যামের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলে টানা ১৬তম জয় পেয়েছে তারা। তাতে করে আর্সেনালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেলো সিটিজেনরা।

পেপ গার্দিওয়ালার দল এবার ইংলিশ ফুটবলের ইতিহাসে প্রথমবার টানা চতুর্থ শিরোপা অর্জনের পথে বড় ধাপ ফেললো। ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে ৮৩ পয়েন্ট আর্সেনালের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে