শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

তাসকিনকে নিয়ে দুশ্চিন্তা

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ মে ২০২৪, ০০:০০
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার হাতে টাইগার পেসার তাসকিন আহমেদ -সংগৃহীত

দুর্দান্ত ছন্দেই ছিলেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই বল হাতে গতির ঝড় তুলেছেন এই পেসার। গতকাল শেষ টি২০-তে সুযোগ ছিল ব্যক্তিগত মাইলফলকের। পুরো সিরিজে দুর্দান্ত বল করা তাসকিনের দরকার ছিল ৩ উইকেটের। সেক্ষেত্রে দেশের ৮ম বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতেন এই পেসার। কিন্তু মিরপুর শেরেবাংলার মাঠে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা হয়নি তার। অবশ্য ছিটকে গেলেও সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

সামনেই টি২০ বিশ্বকাপ। বড় টুর্নামেন্টে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ। তবে আসর শুরুর আগেই তাকে নিয়ে এসেছে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন এ পেসার। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি২০-তে খেলতে পারেননি তাসকিন। চতুর্থ টি২০-তে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন।

সেই ম্যাচটি ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তাসকিনের ইনজুরি কতটা গুরুতর এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। সদ্য সমাপ্ত সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তাসকিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি২০-তে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনো ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেনি সে। তাসকিন পর্যবেক্ষণে আছে। আমরা তার দেখাশোনা করছি।'

জানা গেছে, তাসকিনের শরীরের এক পাশের মাংসপেশির চোটটা মোটামুটি গুরুতরই, যা আসন্ন টি২০ বিশ্বকাপ পর্যন্তই বাংলাদেশ দলকে রাখবে দুশ্চিন্তায়। খবরটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

খেলা দেখে বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ার আগে বিসিবি সভাপতি কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। নাজমুল হাসান সেখানেই বলেছেন তাসকিনকে নিয়ে দুশ্চিন্তার কথা। বিসিবি সভাপতি বলেন, 'দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দিতে হবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব, এসব নিয়ে ভাবতে হবে। দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলব।'

মাঠ ছাড়ার সময় চোটের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তাসকিনের কাছেও। তিনিও তখনই নির্দিষ্ট কিছু বলতে পারেননি, 'এখনো কিছু বলা যাচ্ছে না। পুরো রিপোর্টটা এলে বলা যাবে। ব্যথা আছে, ফিফটি ফিফটি।'

পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই ইনজুরি তাসকিনের সঙ্গে জড়িয়ে আছে। এমনকি ইনজুরিকে দূরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামও নিয়েছেন তিনি। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারণে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি।

ইনজুরির কারণে তাসকিন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন। চোটের কারণে খেলতে পারেননি ২০২৩ বিশ্বকাপের সবগুলো ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে