শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত : শান্ত

জিম্বাবুয়ে সিরিজটা আমরা যেভাবে খেললাম, তাতে মনে হলো আরও উন্নতির জায়গা রয়েছে। আমরা ভালো শুরু পাইনি। সুযোগ তো ছিলই। বিশ্বকাপের জন্য ভালোভাবেই প্রস্তুত হয়েছি। প্রস্তুতি নেওয়ার জন্য আরও তিনটা (যুক্তরাষ্ট্রের বিপক্ষে) ম্যাচ আছে - নাজমুল হোসেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
  ১৩ মে ২০২৪, ০০:০০
জিম্বাবুয়ের বিপক্ষে একটি ভালো সিরিজ হয়েছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত -সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি২০ বিশ্বকাপ। ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের আসর। তার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত? জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নাজমুল হোসেন শান্ত বললেন, টাইগাররা ভালোভাবেই প্রস্তুত।

জিম্বাবুয়ের বিপক্ষে যে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিটা খুব ভালো হয়নি তা যে কেউ স্বীকার করবেন। ৫ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করতে সক্ষম হয়েছে টাইগাররা। তার থেকে হতশ্রী ব্যাটিংয়ের একটা চিত্র মনে মনে আঁকা যায়। প্রতিটা ম্যাচেই ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ১০১ রানের উদ্বোধনী জুটি হওয়ার পর বাকি উইকেটগুলো চলে গিয়েছিল ৪২ রানের মধ্যে।

ব্যাটিংয়ে ভুগতে থাকা বাংলাদেশ পঞ্চম টি২০তে হেরেছে ৮ উইকেটে। টাইগারদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল হাতে রেখেই জয় পেয়েছে জিম্বাবুয়ে। এরপর শান্ত বলেন, তাদের বিশ্বকাপ প্রস্তুতি ভালোই।

প্রস্তুতি ভালো হলেও উন্নতির অনেক জায়গা দেখছেন শান্ত। তার ভাষায়, 'এই সিরিজটা আমরা যেভাবে খেললাম, তাতে মনে হলো আরও উন্নতির জায়গা রয়েছে। আমরা ভালো শুরু পাইনি। সুযোগ তো ছিলই। বিশ্বকাপের জন্য ভালোভাবেই প্রস্তুত হয়েছি। প্রস্তুতি নেওয়ার জন্য আরও তিনটা (যুক্তরাষ্ট্রের বিপক্ষে) ম্যাচ আছে।'

ওপেনার হিসেবে লিটন ব্যর্থ। তানজিদ তামিম সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ধারাবাহিকতার অভাব আছে তার। ওপেনার নিয়ে কী করবে বাংলাদেশ। শান্ত কারোর সম্ভাবনাই উড়িয়ে দেননি, 'এখানে কিন্তু আমরা সবকিছু ট্রাই করেছি। সো এটাও একটা পস্ন্যানে ছিল যে লিটনকে দুই ম্যাচে ব্রেক দিয়ে সৌম্য যেহেতু ইনজুরি ছিল। আসার পর কীভাবে ক্যামব্যাক করে, ওকেও ম্যাচটা দেওয়ার দরকার ছিল। সো যে তিনজন ওপেন করল এই সিরিজটাতে তিনজনের সম্ভাবনা আছে ১১ জনে থাকার। ওই সময়ে অপনেন্টের উপরে ডিপেন্ড করে সেট করব।'

'টপ অর্ডারে যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা দলের খুব ইম্পর্ট্যান্ট হবে। যে উইকেটে খেললাম এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনের জন্য যেন চিন্তা করি। এই জায়গাটাই যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি তাহলে টিমটা আরেকটু আগানো থাকবে।'

নিজের ব্যাটে রানখরা, সঙ্গে আছে অধিনায়কত্বের চাপ। সবমিলিয়ে নিজেকে নিয়ে শান্তর মন্তব্য, 'অবশ্যই আমার মনে হয় প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার। তার পাশাপাশি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারি অবশ্যই আমার জন্য এক্সসাইটিং। খুবই এক্সসাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী পুরোটা ডেলিভার করা।'

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স ঠিক মন ভরাতে পারেনি। দুই ম্যাচে ধুঁকে ধুঁকে জিতলেও শেষ ম্যাচে হারতেই হয়েছে। দলের প্রত্যাশিত দাপট ছিল অনুপস্থিত। বিশেষ করে ব্যাটারদের কাছ থেকে পাওয়া যায়নি আগ্রাসী পারফরম্যান্স। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও দেড়শ স্ট্রাইকরেট রেখেও খেলতে পারেননি কেউ। টি২০টা ঠিক টি২০র মেজাজে কেন খেলতে পারে না বাংলাদেশ, বিশ্বকাপের আগে এই প্রশ্ন তাই উঠছে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাতে কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না।

পাঁচ ম্যাচের সিরিজের সবগুলো খেলে ওপেনার তানজিদ হাসান তামিম দুই ফিফটিতে করেছেন সর্বোচ্চ ১৬০ রান, তার স্ট্রাইকরেট ১২৩.০৭। সমান ম্যাচে ১৪০ করা তাওহিদ হৃদয় স্ট্রাইকরেট রাখতে পেরেছেন ১৪৭.৩৬। আর কেউ কাছাকাছি নন। অধিনায়ক শান্ত ৫ ম্যাচে স্রেফ ৮১ রান করেছেন ১৬.২০ গড় ও মাত্র ১০৩.৮৪ স্ট্রাইকরেটে।

রোববার পঞ্চম টি২০তে বেশ ভালো উইকেটেও বড় রান করতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে স্বাগতিকদের করা ১৫৭ রান ৯ বল আগেই টপকে ৮ উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে। এর আগের দুই ম্যাচেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সফরকারী দল।

টি২০টাও কি বাংলাদেশ দল খেলে ওয়ানডের মেজাজে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাতে একমত হলেন না শান্ত। পরে ব্যাখ্যা করে বললেন পরিস্থিতি বিচার না করেই দেশে স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হয়, 'আমাদের দেশে স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইকরেট, স্ট্রাইকরেট... কিন্তু জিনিসটা হলো যে আপনি যদি চিন্তা করেন আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলংকার সঙ্গে যে টি২০ সিরিজটা খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে (বড় রান)।'

ঘরোয়া ক্রিকেটেও ভালো উইকেটে খেললে স্ট্রাইকরেটের উন্নতির আশা তার, 'আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলার শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইকরেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএলে খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর আপনি এই পার্থক্যটা দেখতে পাবেন।'

এদিন দলের হারের পেছনেও মাঝারি পুঁজির দায় না দিয়ে বোলিং-ফিল্ডিং দুষেছেন শান্ত, 'আমার মনে হয় যে আমরা যেভাবে ব্যাটিং করেছি, শুরুটা আমাদের ভালো হয় নাই। তারপরে আমরা যেভাবে ফিরে এসেছি, ভালোভাবে ক্যারেক্টার শো করেছি। যেই রানটা করেছিলাম এই উইকেটের জন্য এটা পর্যাপ্ত ছিল। কিন্তু আমরা বোলিংটা ভালো করিনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে