শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

আড়াই মাসেও পুরস্কার পাননি অ্যাথলেটরা

ক্রীড়া প্রতিবেদক
  ১২ মে ২০২৪, ০০:০০
আড়াই মাসেও পুরস্কার পাননি অ্যাথলেটরা

টানা দুই বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স থেকে পদক এসেছে বাংলাদেশে। ২০২৩ সালে ইমরানুর রহমানের স্বর্ণের পর এবার জহির রায়হান রৌপ্য ও মাহফুজুর রহমান ব্রোঞ্জ জেতেন। গত বছর ইমরানের স্বর্ণ জয়ের পরপরই অ্যাথলেটিক্স ফেডারেশন তাকে সংবর্ধনা ও আর্থিকভাবে পুরস্কৃত করেছিল। তবে এবার পদক জয়ের আড়াই মাস পেরিয়ে গেলেও মাহফুজ ও জহির এখনো পুরস্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছেন। 

চলতি বছরের ফেব্রম্নয়ারিতে ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ৪০০ মিটার ইভেন্টে জহির রায়হান রৌপ্য ও হাইজাম্পে ব্রোঞ্জ জেতেন মাহফুজুর রহমান। পদক জিতে জহির ও মাহফুজ ২০ ফেব্রম্নয়ারি রাতে দেশে ফিরেন। পরদিন ২১ ফেব্রম্নয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামের টার্ফে তাদের গলায়ও ফুল দিয়ে বরণ করেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এরপর আর তাদের নিয়ে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্য সব খেলার খেলোয়াড়দের আর্থিক অবস্থা খুবই দুর্বল। আন্তর্জাতিক একটি পদক জিতে তারা খানিকটা আর্থিক পুরস্কারের আশায় থাকেন। দুই মাস পেরিয়ে গেলেও এখনো পুরস্কৃত না হওয়ায় খানিকটা হতাশা অ্যাথলেটদের কণ্ঠে। দুই পদকজয়ীকে সম্মানিত করার কথা বললেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, 'ইনডোর টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিন পরই ছিল রমজান, এরপর ঈদ। তারা দেশের হয়ে সম্মান বয়ে এনেছেন, অবশ্যই ফেডারেশনও তাদের সম্মানিত করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে