টি২০ বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলংকার

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অবশেষে টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে শ্রীলংকা। তাতে রয়েছেন এখনো টি২০তে অভিষেক না হওয়া বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ভেলস্নালাগে। ১৫ সদস্যের দলে রয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস ও রাউন্ড আর্ম সিমার নুয়ান থুশারাও। পুরনো মধ্যে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকাও ডাক পেয়েছেন। এই দলটির নেতৃত্বে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পায়ের ইনজুরিতে আইপিএল খেলেননি। যাতে বিশ্বকাপের মধ্যে ফিট হয়ে উঠতে পারেন। ইতোমধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে চলমান প্রস্তুতি ম্যাচেও খেলেছেন শ্রীলংকয়। সেখানে প্রথম দুই ম্যাচে ব্যাট করলেও বোলিং করেননি। তাছাড়া বাদ পড়াদের মধ্যে রয়েছেন আভিষ্কা ফার্নান্ডো, বামহাতি সিমার বিনুরা ফার্নান্ডো ও ব্যাটসম্যান কুশল পেরেরা। মার্চে বাংলাদেশ সফরে আহামরি পারফরম্যান্স ছিল না আভিষ্কার। ইনজুরি থেকে ফেরা পেরেরাও নির্বাচদের নজর কাড়তে পারেননি। আর থুশারার পারফরম্যান্স বিনুরাকে ছিটকে দিয়েছে। বিশ্বকাপে শ্রীলংকা বাংলাদেশের সঙ্গে গ্রম্নপ ডি-তে রয়েছে। সেখানে আরও রয়েছে নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। ৩ জুন নিউইয়র্কে তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার পর ৮ জুন তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ১২ ও ১৭ জুন শেষ দুই ম্যাচ নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। শ্রীলংকার টি২০ দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ভেলস্নালাগে, দুশমান্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশকা। ট্রাভেলিং রিজার্ভস: আসিথা ফার্নান্ডো, বিজয়কান্থ বিশ্বকান্থ, ভানুকা রাজাপাকশে ও জেনিথ লিয়ানাগে।