শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

আমাদের হারানোর কিছু নেই : আলফাজ

ক্রীড়া প্রতিবেদক
  ১১ মে ২০২৪, ০০:০০
আলফাজ আহমেদ অস্কার ব্রম্নজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকেই আধিপত্য বিস্তার করে চলেছে দেশের ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস। এরই ধারাবাহিকতায় টানা পঞ্চম শিরোপা জয়ের পথে রয়েছে তারা। আজ শনিবার মোহামেডানের বিপক্ষে জিততে পারলেই টানা পঞ্চম শিরোপা ঘরে উঠবে ক্লাবটির। শনিবার কিংস শিরোপা উৎসবে মেতে উঠবে নাকি করতে হবে খানিক অপেক্ষা তা সময়ই বলে দেবে।

অন্যদিকে বসুন্ধরাকে হারিয়ে লিগে নিজেদের দ্বিতীয় স্থান ধরে রাখতে চায় মোহামেডান। আসরের শিরোপা নিশ্চিতই বলা যায় বসুন্ধরার। তাই ম্যাচের আগে সাদা-কালো শিবিরের কোচ আলফাজ বললেন, 'আমাদের হারানোর কিছু নেই।'

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের অনুশীলন শেষে আত্মবিশ্বাসী কণ্ঠেই জয়ের কথা জানিয়েছেন মোহামেডান কোচ। আলফাজের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে শেষ ম্যাচের ফলাফল। প্রিমিয়ার লিগে প্রথম লেগের ম্যাচে কিংসকে তাদের ঘরের মাঠেই হারিয়েছিল মোহামেডান। কিংসকে বসুন্ধরা কিংস অ্যারেনায় হারানো একমাত্র দলও তারা। আলফাজ অবশ্য অতীত নিয়ে ভাবছেন না। তার চিন্তায় শুধুই আগামী ম্যাচ।

মোহামেডান কোচ বলেন, 'আমাদের আত্মবিশ্বাস আছে। আমাদের স্প্রিট আছে, আজকে আমরা প্রস্তুতি শেষ করলাম সবাইকে সাথে নিয়ে। সামনের ম্যাচে আমাদের হারানোর কিছু নেই। জিততে পারলে আমাদের পস্নাস পয়েন্ট। আমি মনে করি আমাদের দল ?যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে তবে অবশ্যই আমরা জিততে পারব। অতীত নিয়ে ভাবছি না।'

ইতোমধ্যেই ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান। দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা-আবাহনীর মধ্যকার বিজয়ী দল ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে। ফেডারেশন কাপের ফাইনালের আগে বসুন্ধরার বিপক্ষে লড়াইটা হতে পারে তাদের ফাইনালের ড্রেস রিহার্সেলও। তবে আলফাজের ভাবনায় এখন শুধুই প্রিমিয়ার লিগ।

তিনি বলেন, 'এটা হতে পারে। তবে এটা তো আগে থেকেই বলা যাবে না কে ফাইনালে যাবে। আমরা ফাইনাল নিয়ে চিন্তা করছি না। আমরা শুধু আগামী ম্যাচ নিয়েই ভাবছি। আমরা শনিবার জয়ের জন্যই মাঠে নামব।'

দলে পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন কোচ। তবে তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ তিনি। আলফাজ বলেন, 'পরিবর্তন থাকতেই পারে। তবে পরিবর্তনের বিষয়টা আমার কাছেই থাকুক।'

মোহামেডানকে শক্ত প্রতিপক্ষ মানছেন অস্কার। তবে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কিংস কোচ। তিনি বলেন, '?প্রতি ম্যাচের মতোই আমরা নিজেদর সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। নিজেদের আক্রমণের পরিকল্পনা সাজিয়ে নিয়েছি।'

'তারা শক্তিশালী প্রতিপক্ষ। খুব বেশি গোল হজম করেনি তারা। শারীরিক এবং টেকনিক্যাল দিক থেকে তারা বেশ শক্তিশালী। কাউন্টার অ্যাটাক এবং সেট পিসে তারা ভালো করছে। আমাদের এই দিকে সতর্ক থাকতে হবে।'- যোগ করেন তিনি।

সবকিছু ছাপিয়ে আগামী ম্যাচেই শিরোপা উৎসবে মেতে ওঠায় চোখ অস্কারের। তিনি বলেন, 'আগামী ম্যাচে জয় পেলে আমাদের শিরোপা নিশ্চিত হবে। আমাদের লক্ষ্য আগামী ম্যাচেই শিরোপা নিশ্চিত করা। আমরা ঠিক সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আগামী ম্যাচ আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।'

টানা চার শিরোপা জয় করে ইতোমধ্যেই নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে কোচ অস্কার ব্রম্নজনের দল বসুন্ধরা কিংস। এবার নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার পথে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে