ডর্টমুন্ডের লক্ষ্য ওয়েম্বলি জয়

প্রকাশ | ০৯ মে ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনেকটা বীরোচিত উত্থান বলা চলে বরুশিয়া ডর্টমুন্ডের। গ্রম্নপ পর্বে যাদের শুরুটা হয়েছিল মৃতু্যকূপ থেকে। তারপর সব বাধা পার করে সেমিফাইনাল! অথচ তাদের কাছে প্রথম লেগে ১-০ গোলে পরাজিত পিএসজিকেই ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু দ্বিতীয় লেগে দেখা যায় ভিন্ন চিত্রনাট্য। ফরাসি জায়ান্টদের বিদায় করেই ১১ বছর পর ইউরোপ সেরার শিরোপা নির্ধারণী মঞ্চে ডর্টমুন্ড। কাগজে-কলমে পিছিয়ে থাকায় কেউ ভাবেনি এভাবে অপ্রত্যাশিত কিছুর জন্ম দেবে তারা। অপ্রত্যাশিত লাগার কারণ ঘরোয়া লিগ। বুন্দেসলিগায় দিন কেটেছে হতাশায়। অবস্থানও করছে পাঁচ নম্বরে। তার ওপর গ্রম্নপ পর্বে এই পিএসজির মাঠে একবার হেরে গিয়ে ঘরের মাঠে করেছে ড্র। শেষ চারে অবশ্য তার পুনরাবৃত্তি হয়নি। দুই লেগেই এমবাপ্পেদের ধরাশায়ী করেছে ডর্টমুন্ড। দ্বিতীয় লেগে দলের একমাত্র গোলটি করা ডিফেন্ডার ম্যাটস হামেলস তো এখন চোখ রাখছেন শিরোপায়।