আয়ারল্যান্ড সিরিজে অনিশ্চিত আমির
প্রকাশ | ০৯ মে ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আয়ারল্যান্ডে পুরো পাকিস্তান দল সফরে যেতে পারলেও তাদের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। নির্ধারিত সময়ে ভিসা পাননি তিনি। ফলে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির দলের সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভাষ্য অনুযায়ী বাকিরা সফরের পূর্বে ভিসা পেলেও আমির পাননি। তাই পাকিস্তানেই রয়ে গেছেন অভিজ্ঞ পেসার। এই অবস্থায় ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেছেন, নির্ধারিত সময়ে ভিসা নিশ্চিত করণের বিষয়টি সম্পূর্ণ স্বাগতিক বোর্ডের দায়িত্ব।
আয়ারল্যান্ড সফরেও খুব বেশি দিন থাকবে না পাকিস্তান। ১০ মে থেকে ১৪ মে তিনটি টি২০ খেলবে তারা। এই অবস্থায় সিরিজে আমির খেলতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। কারণ আমির কবে নাগাদ ভিসা পেতে পারেন, সেটা নিয়েও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।