কাদিসকে উড়িয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা জেতার জন্য তারা অপেক্ষায় ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট খোয়ানোর। সেই অপেক্ষার পালা ফুরাতে বেশি সময় লাগল না তাদের। শনিবার রাতের পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হারে লিগ শিরোপা পুনরুদ্ধার করল কার্লো আনচেলত্তির দল রিয়াল।
সান্তিয়াগো বার্নাবু্যয়েতে শনিবার রাতে কাদিসকে ৩-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায় রিয়াল। তখন পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা আড়াই ঘণ্টা পর জিরোনার বিপক্ষে হারে ৪-২ গোলে। ফলে চার ম্যাচ হাতে রেখেই লা লিগার চ্যাম্পিয়ন হয়ে গেল রিয়াল। স্পেনের শীর্ষে লিগে এটি তাদের ৩৬তম শিরোপা। সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল মাদ্রিদের দলটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি।
৩৪ ম্যাচ থেকে রিয়ালের পয়েন্ট ৮৭। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে জিরোনা, ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল ও জিরোনার মাঝে ব্যবধান এখন ১৩ পয়েন্টের। রিয়াল যদি তাদের বাকি চার ম্যাচে হারে এবং জিরোনা নিজেদের চার ম্যাচে জেতে, তবুও রিয়ালকে ছুঁতে পারবে না তারা। এবারের আগে সবশেষ রিয়াল লা লিগা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। এক মৌসুম পরই মুকুট পুনরুদ্ধার করল তারা।