বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

নিজের প্রশংসা শুনলে অনেক ভালো লাগে মারুফার

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ মে ২০২৪, ০০:০০
ভারতীয় ক্রিকেটারের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের মারুফা আক্তার -ফাইল ফটো

ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করে সিরিজ খুইয়েছে নিগার সুলতানারা। তাতে সিরিজের বাকি দুই ম্যাচ রূপ নিয়েছে স্রেফ আনুষ্ঠানিকতায়। আগামী ৬ মে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি২০তে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সিলেটে তৃতীয় টি২০ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের স্পিনার রাধা যাদব বলেন, 'মারুফার ইন্টেন্টটা আমার পছন্দ হয়েছে। সে অনেক অনেক ভালো। বেশ ভালো ইনসুইং করে। ফিল্ডিংটাও দারুণ। আমি তার খেলাটা পছন্দ করি।'

প্রশ্নটা যে টাইগ্রেস পেসার মারুফাকে নিয়ে ছিল, তা কিন্তু নয়। রাধা সে প্রশংসা করেছেন প্রায় নিজে থেকেই। তবে স্বাভাবিক ভাবেই ব্যক্তিগত দিক দিয়ে এমন প্রশংসা যেকোনো ক্রিকেটারকেই উজ্জীবিত করবে। মারুফাও ব্যতিক্রমী নন। রাধার প্রশংসা শুনে মারুফা বলেন, 'অবশ্যই আমার অনেক ভালো লাগে। বিশ্বের সেরা খেলোয়াড়েরা (আমার) নাম বললে ভালো লাগে। আমি হয়তো ভালো, এ কারণেই আমাকে নিয়ে কথা হচ্ছে।'

শনিবার অনুশীলন শেষে মারুফা বলেন, 'ম্যাচ শেষে হাত মেলানোর সময় তারা গায়ে হাত রেখে প্রশংসা করে।'

এর আগে মারুফার উইমেনস প্রিমিয়ার লিগ বা নারী আইপিএলে খেলা প্রসঙ্গে কথা বলেছিলেন ভারতীয় স্পিনার রাধা। মারুফাও জানালেন নিজের সেই ইচ্ছার কথা, 'ইচ্ছা তো আছে, সবারই থাকে। চেষ্টা করে যাব, ইনশা আলস্নাহ বাকিটা আলস্নাহ ভরসা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে