শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মুস্তাফিজ ফিরলে একাদশে জায়গা হবে না সাইফউদ্দিনের!

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ মে ২০২৪, ০০:০০
দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে রীতিমতো ঝলক দেখিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন -ফাইল ফটো

সবশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ দিয়ে দীর্ঘ ১৮ মাস পর আবার জাতীয় দলে ফিরলেন সাইফ। আর ফেরার দিনটা বল হাতে রাঙিয়ে রাখলেন এই পেস বোলিং এই অলরাউন্ডার।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি২০তে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। আজ রোববার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেনু্যতে।

জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফেরার ম্যাচে বল হাতে রীতিমতো ঝলক দেখিয়েছেন তিনি। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেটে। দুর্দান্ত পারফর্ম করলেও মুস্তাফিজ ফিরলে একাদশে নিজের জায়গা পাওয়া নিয়েও সন্দেহ সাইফউদ্দিনের। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে কিছুটা নার্ভাস ছিলেন সাইফউদ্দিন।

তিনি বলেন, 'সত্যি কথা বলতে অনেক নার্ভাস ছিলাম। এর আগে কখনো এতটা নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ (মুস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিলস্নাহ। চেষ্টা করেছি ভালোটা দেওয়ার। মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগত।'

সামনেই টি২০ বিশ্বকাপ। সেই দলে সাইফউদ্দিন থাকছেন তা মোটামুটি নিশ্চিত। তবে এই অলরাউন্ডার নিজে মনে করেন দলে থাকতে হলে পারফরম্যান্সের বিকল্প নেই। ১৮ মাস পর জাতীয় দলে ফিরে পারফর্ম করা নিয়ে সাইফউদ্দিন বলেন, 'আলহামদুলিলস্নাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। আমার জন্য কিছুটা কঠিন ছিল। বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২২ সালে শেষ মুহূর্তে আমি বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য।'

সাইফউদ্দিন আরও বলেন, 'দেখুন এখানে আমরা কিছুদিন আগে বিপিএল খেলেছি। আমরা কন্ডিশনটা জানি। চট্টগ্রাম বরাবরই আমার চেনা কন্ডিশন। এখানে আমি যখন এইজ লেভেল খেলি সবসময় আমি এই উইকেটে অনুশীলন করেছি। এজন্য আমার জন্য কন্ডিশনটা বুঝতে সহজ হয়েছে।'

ওয়ানডের পর এবার টি২০ ক্রিকেটেও অভিষেক হলো তানজিদ হাসান তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচেই করেছেন বাজিমাত। নিজের অভিষেক টি২০ খেলতে নেমে ৪৭ বলে করেন ৬৭ রান। বাঁ-হাতি এই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ মোহাম্মদ সাইফউদ্দিন।

সাইফউদ্দিন তানজিদের প্রশংসা করে বলেন, 'প্রথম ম্যাচ হিসেবে যেরকম আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করেছে সত্যিই প্রশংসনীয়। প্রথমত হয়তোবা সৌম্য (সরকার) ভাই ফিট থাকলে ও সুযোগ পেত না। তারপরেও ও সুযোগটা কাজে লাগিয়েছে। ইনশালস্নাহ আমি ওর কাছ থেকে আশা করব বাকি চারটা ম্যাচেও ধারাবাহিক থাকার।'

এদিকে বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং নিয়েও কাজ করেছেন সাইফউদ্দিন। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করা প্রসঙ্গে বলেন, 'প্রথমত আসলে ও (হাথুরুসিংহে) অনেক ভালো টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলে। আসলে নেট প্র্যাকটিসেও যে ম্যাচ প্র্যাকটিসের মতো ক্যালকুলেটিভ হতে পারে সেটা আমাকে ও বুঝায়। সেটা কাজে আসবে ইনশাআলস্নাহ।'

'আমি সেভাবে ব্যাট করার চেষ্টা করব। প্র্যাকটিস হোক আর ম্যাচে হোক সবসময় মনযোগী থাকা উচিত। ম্যাচের ইনটেন্ট নিয়ে প্র্যাকটিস করলে সেটা অনেক কাজে দেবে।'-আরও যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে