গত বছর প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ায় এবার 'দ্বিতীয় বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ' আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। ১১-১৫ সেপ্টেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুনামেন্ট। যেখানে অংশ নেবেন ১২ দেশের তায়কোয়ান্দোকারা। গত বছরের চেয়ে এবারের আসরে দেশের সংখ্যা বেড়েছে দুটি। আন্তর্জাতিক আসর গড়াতে এখনো চার মাস বাকি থাকলেও নিজেদের আয়োজনের কাজ শুরু করে দিয়েছেন কর্তারা। মঙ্গলবার আসন্ন টুর্নামেন্টের যাবতীয় বিষয় অবহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপির সঙ্গে দেখা করেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।