জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সহজ হবে না :শান্ত
প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
সবচেয়ে বড় কলেবরে অনুষ্ঠিত হচ্ছে এবারের টি২০ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে নেই এক সময়ের সমীহ জাগানো দল জিম্বাবুয়ে। বিশ্বকাপে না থাকা দলটার সঙ্গে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ এই সিরিজে বেশ কয়েকজন খেলোয়াড়কে যাচাই করার সুযোগ থাকছে টিম ম্যানেজমেন্টের। তবে সেটা করতে গিয়ে জিম্বাবুয়েকে হালকা করে দেখছেন না টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী ১ জুন থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপ। আর ৮ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল, শ্রীলংকার বিপক্ষে। সেই হিসেবে এখনো বেশ সময় পাচ্ছে টিম টাইগার্স।
ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে টি২০তে ভালো করা টাইগাররাই এই সিরিজে ফেবারিট। এক সময় বেশ সমীহ জাগানো জিম্বাবুয়ে ক'দিন আগে বিশ্বকাপ বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে গিয়েছিল। এমনকি বাছাইপর্ব পার হয়ে মূলপর্বে জায়গা করে নিতেও ব্যর্থ হয়েছে তারা।
একটা কথা চালু আছে। যখনই বাংলাদেশের ক্রিকেটের খারাপ সময় যায়। তখনই নাকি খেলা পড়ে জিম্বাবুয়ের বিপক্ষে। দারুণ পারফরম্যান্সে খারাপ সময় তাতে উড়িয়ে দেন ক্রিকেটাররা। সবসময় হয়তো কথাটা সত্য নয়। কারণ এফটিপিতে সূচি নির্ধারণ থাকে বেশ আগেই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘন ঘনই সেই সূচি পড়ে বাংলাদেশের। এবার যখন টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এই সিরিজ, তখন যেমন প্রশ্ন উঠছে যারা বিশ্বকাপেই নেই তাদের বিপক্ষে খেলে আর কতটা প্রস্তুত হওয়া যাবে।
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এমনটা মনে করছেন না। এই সিরিজে বরং তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজই দেখতে পাচ্ছেন তিনি।
আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। এই সিরিজ সামনে রেখে ২৬ এপ্রিল চট্টগ্রামে এসে বিশেষ ক্যাম্প করেছে বাংলাদেশ দল। টানা অনুশীলন, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মধ্যে ছিলেন ক্রিকেটাররা। বুধবার ছুটির পর বৃহস্পতিবারও ছিলো ঐচ্ছিক অনুশীলন।
এদিন মাঠে অনুশীলন করেছেন ৬ ক্রিকেটার। অধিনায়ক শান্ত এসেছিলেন স্রেফ সংবাদ সম্মেলনের জন্য। সেখানে তার কাছে শুরুতেই জানতে চাওয়া হয়েছিল, জিম্বাবুয়ের বিপক্ষে খেলে কতটা আদর্শ প্রস্তুতি হবে তাদের? বাংলাদেশ অধিনায়ক জানালেন নিজেদের ভাবনা, 'টি২০তে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলংকাকে হারিয়েছে। ওই রকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।'
বাংলাদেশ, জিম্বাবুয়ে দুই দলই একটা জায়গায় সমান। সর্বশেষ টি২০ সিরিজে দুই দলই ২-১ ব্যবধানে হেরেছে শ্রীলংকার কাছে। বাংলাদেশ হেরেছে ঘরের মাঠে, জিম্বাবুয়ে লঙ্কানদের মাঠে। দুই দলের সর্বশেষ ছয় দেখাতেও সমানে সমান। ৩টা করে জিতেছে দুই দলই।
এদিক থেকে শান্তর কথায় হয়তো যুক্তি আছে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সব শেষবার খেলার পর বাংলাদেশের টি২০ ক্রিকেট আরও বিকশিত হয়েছে। ২০২৩ সালে ইংল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় আছে। নিউজিল্যান্ডের মাঠে গিয়েও জিতেছে বাংলাদেশ। এদিক থেকে স্বাগতিক দলকেই এগিয়ে রাখতে হয়।
শান্তর লক্ষ্য বিশ্বকাপে সুন্দর প্রস্তুতির সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়, 'প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করবো, তাও না। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না এ কারণে যে ১৫ জন খেলোয়াড় এখানে আছে সবাই সামর্থ্যবান এই দলকে হারানোর জন্য। প্রস্তুতি বলব না। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।'
টি২০ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে প্রায় সব দেশ। তবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ দল, কেবল আইসিসির কাছেই দল পাঠিয়েছে বিসিবি। তবে কেমন হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল, যা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য আভাস দিয়েছেন কিছুটা।
সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্ত বলেন, 'শ্রীলংকার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে। বিশ্বকাপে বেশির ভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হঁ্যা, দুই-একজন এদিক-ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে।'
জাতীয় দলে বেশকিছু জায়গায় সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। ওপেনারদের ব্যাটে রানখরা ছিল। ফিনিশার রোলে জাকের আলী অনিক বা রিশাদ হোসেন আসার আগে ভুগতে হয়েছিল অনেকটা দিন। তবে শান্তর মাথায় নেই এমন নির্দিষ্ট কিছু। অধিনায়ক চান সব বিভাগেই শক্তিশালী দল, 'নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে, এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রতিটি জায়গায় যেন ফোকাস থাকে। প্রতিটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুতি হয়ে বিশ্বকাপে যেতে পারি।'