৩৪ জন পেল ইয়েস কার্ড
প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যক্তিগত উদ্যোগে করা ফুটবল একাডেমি। তাদের একই কাতারে একই সঙ্গে খেলার সুযোগ করে দিতে কিছু দিন আগে প্রথমবারের মতো হয়ে গেল একাডেমি কাপ ফুটবল। অনূর্ধ্ব-১৫ বয়সিদের নিয়ে সেই একাডেমি কাপ থেকে ২০০ জন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করেছিলেন বাফুফের কোচরা। সেই ২০০ জন ফুটবলারকে নিয়ে গত পাঁচ দিন নানানভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছে ফেডারেশন। সেখান থেকে এবার ৩৪ জনকে মঙ্গলবার ইয়েস কার্ড প্রদান করা হয়েছে।
মনোনীত খেলোয়াড়দের নিয়ে আছে বড় পরিকল্পনা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফের এলিট একাডেমি রয়েছে। সেই একাডেমিতে ইয়েস কার্ডপ্রাপ্ত ৩৪ ফুটবলার এক মাস ক্যাম্প করবেন। এরপর সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন উদীয়মান ফুটবলার। তাদের প্রসঙ্গে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বলেছেন, 'আগামী এক মাস তাদের বিশেষ ট্রেনিং করানো হবে। পজিশন ও নানা দিক বিশ্লেষণ করে চূড়ান্ত বাছাইয়ে যারা উত্তীর্ণ হবে তারা বাফুফের এলিট একাডেমিতে থাকবে।'
বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে ৩৪ ফুটবলারের হাতে ইয়েস কার্ড তুলে দেন আতাউর রহমান ভূঁইয়া মানিক।