শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

লেভানডোফস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক
  ০১ মে ২০২৪, ০০:০০
রবার্ত লেভানডোফস্কি

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে জিতিয়েছেন রবার্ত লেভানডোফস্কি। লা লিগায় সোমবার ১০ জনের ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। এই হ্যাটট্রিকে চলতি মৌসুমে লা লিগায় তার মোট গোল হলো ১৬। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে।

লেভানডোফস্কি বলেছেন, 'প্রথমার্ধে আমরা আক্রমণের জন্য তেমন একটা জায়গা পাইনি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখনই এক থেকে দুই গোল হজম করেছি তখনই আমরা তিন/চার গোল দিয়ে এগিয়ে গিয়েছি। একটি ম্যাচে এত গোল করলে এমনিতেই সব কিছু সহজ হয়ে যায়।'

শনিবার তৃতীয় স্থানে থাকা জিরোনা সফরে যাবে কাতালান জায়ান্টরা। এই ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জন করবে কাতালান মিনোস জিরোনা।

এই জয়ে কাতালান জায়ান্টরা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে একটু আগেভাগেই শিরোপা জয় উদযাপনে বাধা হয়ে দাঁড়াতে পেরেছে। লস বস্নাঙ্কোসরা এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ। ৩৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৭১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে তৃতীয় স্থানে। অন্যদিকে ৪৭ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে অষ্টম স্থানে।

সারাদিনই বার্সেলোনায় বৃষ্টি হয়েছে, যে কারণে অলিম্পিক স্টেডিয়ামে দর্শকসংখ্যাও খুব বেশি হয়নি। সব মিলিয়ে মাত্র ৩০ হাজার দর্শক এদিন মাঠে উপস্থিত ছিল। গত সপ্তাহে ক্লাসিকোতে রিয়ালের কাছে পরাজয়ও দর্শকদের স্টেডিয়াম না আসার একটি কারণ হতে পারে। এই ম্যাচে পরাজিত হয়ে বার্সেলোনা কার্যত শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। তবে যারা মাঠে উপস্থিত ছিলেন একটি আকর্ষণীয় ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন।

বার্সা কোচ জাভি হার্নান্দেজ আগামী মৌসুমেও দলের সঙ্গে থাকছেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের পর সোমবারই প্রথম মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেছেন, 'আমি মনে করি পুরো দল আজ ভালো খেলেছে। আমাদের মধ্যে প্রশান্তি ছিল না। কিন্তু দলের মনোভাব নিয়ে আমি সন্তুষ্ট।'

এদিন ম্যাচের ২২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ২৭ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার হুগো ডুরো গোল করে সমতা ফেরান। ৩৮ মিনিটে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে পেপেলু গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে (৪৫+৪) দশ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। এ সময় তাদের জর্জি মামারদাশভিলি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিরতির পর সবটুকু আলো কেড়ে নেন লেভানডোফস্কি। ৪৯ মিনিটে গোল করে সমতা ফেরান তিনি। ৮২ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। দুটি গোলই তিনি করেন কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে