শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পিএসজির হ্যাটট্রিক শিরোপা

ক্রীড়া ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
পিএসজির হ্যাটট্রিক শিরোপা

ফরাসি লিগ ওয়ানে একচ্ছত্র দাপট দেখিয়েই চলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরেকটি শিরোপা জিতল লুইস এনরিকের দল। তিন ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো ফ্রান্সের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হলো পিএসজি।

শিরোপা জয়ের দিনে অবশ্য মাঠে নামতে হয়নি পিএসজিকে। তাদের কাজটা করে দিয়েছে লিগ টেবিলে দুইয়ে থাকা মোনাকো। অলিম্পিক লিওনের বিপক্ষে মোনাকো ৩-২ ব্যবধানে হারতেই টানা তৃতীয় শিরোপা জয়ের সুবাস পায় লিগ ওয়ানের সেরা দলটি।

যদিও মোনাকোর এই পরাজয়ে এখনই লিগ শিরোপা জয় উদযাপন করতে চাইছে না পিএসজি। বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে এখন তাদের সব গুরুত্ব। রোববার লিগ ওয়ানের ম্যাচে উইসাম বেন ইয়েদেরের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় মোনাকো। এরপর ২২তম মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজেত সমতা টানার চার মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড সাইদ বেনরাহমার গোলে এগিয়ে যায় লিওন। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদেরের দ্বিতীয় গোলে ঘুরে দাঁড়ায় মোনাকো। তবে ম্যাচের শেষদিকে আর পারল না তারা। ৮৪তম মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড ফোফানার লক্ষ্যভেদে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লিওন।

লিওনের জয়ের সঙ্গে সঙ্গে ফ্রান্সের শীর্ষ লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় পিএসজি। অবশ্য, আগের দিনই শিরোপা জিততে পারত তারা। তবে দুর্বল দল লা হাভ্রের বিপক্ষে ম্যাচটি ড্র করায় অপেক্ষা বাড়ে তাদের। এই নিয়ে লিগ ওয়ানে মোট ১২টি শিরোপা জিতল পিএসজি। যার তিনটি সবশেষ ১১ মৌসুমে। চলতি মৌসুমে পিএসজির আরও দুটি টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে