শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি এখন ফিজ

ক্রীড়া ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি এখন ফিজ

'খুনে মানসিকতা'র সানরাইজার্স হায়দরাবাদকে দাপট দেখিয়েই হারিয়েছে মুস্তাফিজুর রহমানদের চেন্নাই সুপার কিংস। ৭৮ রানে জেতা এই ম্যাচ দিয়েই যৌথভাবে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন ফিজ।

হায়দরাবাদের বিপক্ষে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজ। দুটি উইকেটই তিনি নেন নিজের তৃতীয় ওভারে। শাহবাজ আহমেদের পর কাটার মাস্টার শিকারে পরিণত করেন জয়দেব উনাদকাটকে। দুই উইকেট শিকারের ম্যাচে ২.৫ ওভারে ফিজ দেন ১৯ রান।

হায়দরাবাদের বিপক্ষে দুই উইকেট শিকার করার ফলে এবারের আসরে আট ম্যাচে ১৪ উইকেট হলো মুস্তাফিজের, যার গড় ২১.১৪ ও ইকোনমি ৯.৭৫। ফিজের সমানসংখ্যক উইকেট আছে জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের। ৯ ম্যাচে ১৭.০৭ গড়ে ১৪ উইকেট নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স পেসার, পাঞ্জাব কিংসের প্যাটেল ১৪ উইকেট নিয়েছেন ২৩.২৮ গড় ও ১০.১৮ ইউকোনমিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে