সেমিতে পৌঁছাতে ফর্টিস বাধা আবাহনীর
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
নামে, ভারে-ঐতিহ্যে ফর্টিস এফসি থেকে শতগুণ এগিয়ে ঢাকা আবাহনী লিমিটেড। ঘরোয়া ফুটবলে খুব বেশি সময় হয়নি ফর্টিস এফসির। তবে সেই ফর্টিসই এখন আবাহনীর বড় প্রতিদ্বন্দ্বী! বিস্ময়কর হলেও সত্য ফর্টিসের বিপক্ষে মাঠে নামলেই আবাহনী যেন ছন্দ হারিয়ে ফেলে। এবারের লিগে দুইবার মুখোমুখি হয়ে দু'বারই পয়েন্ট হারিয়েছে আকাশি-নীলরা। ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ দুপুর ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনীর প্রতিপক্ষ ফর্টিস এফসি।
মৌসুম সূচক স্বাধীনতা কাপে আবাহনী আর ফর্টিস ছিল ভিন্ন গ্রম্নপে। ঐ টুর্নামেন্টে আবাহনী সেমিফাইনাল খেললেও ফর্টিস গ্রম্নপ পর্বই পার হতে পারেনি। তাই সেখানে দু'দলের দেখা হয়নি। প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীকে প্রথম হারের তিক্ত স্বাদটি দিয়েছিল ফর্টিস। যে ম্যাচে তারা আবাহনীকে হারায় ১-০ গোলের ব্যবধানে। চলতি মাসেই লিগে দ্বিতীয়বারের মতো দেখা হয়েছিল দুই ক্লাবের। গত ৫ এপ্রিল অনুষ্ঠিত ঐ ম্যাচে যদিও আবাহনী হারেনি। তবে জয় নিয়েও মাঠ ছাড়তে পারেনি। ম্যাচের ৬১ মিনিটে গোল করে পুরো ৯০ মিনিট ধরে লিড ধরে রেখেছিল ফর্টিস। ইনজুরি টাইমের শেষের দিকে (৯০+৫ মিনিটে) কোনোমতে এক গোল করে ১-১ এর সমতা নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। আজ সেমিতে ওঠার লড়াইয়ে শেষ আটে আবাহনীর সামনে আবারও সেই ফর্টিস। স্বাভাবিকভাবেই আবাহনীর জন্য আরও একটি কঠিন ম্যাচ বলাই যায়।