শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আমরা বড়লোক, গরিব দেশে লিগ খেলতে যাই না : শেবাগ

ক্রীড়া ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
আমরা বড়লোক, গরিব দেশে লিগ খেলতে যাই না : শেবাগ

প্রায়ই প্রশ্ন ওঠে, ভারতের ক্রিকেটাররা বিদেশি লিগ খেলতে যান না কেন? বিসিসিআইয়ের নিষেধাজ্ঞার কারণেই আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি নেই কোহলি-রোহিতদের। এ ছাড়াও বিসিসিআই চায় না, ভারতের ক্রিকেটারদের দলে নিয়ে অন্য দেশের বোর্ড বেশি আয় করুক। এ নিয়ে আগে নানান আলোচনা হলেও এবার ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দ্র শেবাগ এই ব্যাখ্যাটা দিলেন একটু অন্যভাবে।

একটি পডকাস্টে ভারতের ক্রিকেটাররা কেন অন্য দেশের লিগগুলোতে খেলতে যান না, এ নিয়ে শেবাগকে প্রশ্ন করেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষকের প্রশ্নটি ছিল এমন, 'আপনি কি ভারতীয় কোনো ক্রিকেটারকে বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেখেছেন?'

জবাবে শেবাগ বলেন, 'না। আমাদের প্রয়োজন নেই। আমরা ধনী মানুষ। অন্যান্য লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই।' শেবাগ কেন এমনটা বলেছেন আরেকটি প্রশ্নের জবাবে সেটির ব্যাখ্যাও দিয়েছেন।

শেবাগ বলেন, 'আমার এখনো মনে আছে যখন ভারত দল থেকে বাদ পড়েছিলাম তখন আমি আইপিএলে খেলছিলাম। এরপর বিগ ব্যাশ থেকে আমি প্রস্তাব পেয়েছিলাম। মনে হয়েছিল, আমার বিগ ব্যাশে খেলা উচিত। আমি বলেছিলাম, ঠিক আছে, কত টাকা দেবে? তারা বলেছিল এক লাখ মার্কিন ডলার। উত্তরে তখন আমি তাদের বলেছিলাম, আমার ছুটির দিন আমি এই টাকা খরচ করি। এমনকি আমার গত রাতের বিলও এক লাখ ডলারের চেয়ে বেশি ছিল। এমন প্রস্তাব শুনেই আমি তাদের বলে দিয়েছিলাম, আমাকে পাওয়ার আশা ছেড়ে দিন। কারণ, আমার দাম আপনারা দিতে পারবেন না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে