শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

অপেক্ষা আরও বাড়ল পিএসজির

ক্রীড়া ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরাসি লিগ ওয়ানে শনিবার পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে সতর্ক পাহারায় রেখেছেন লা হাভ্রের ডিফেন্ডার -ওয়েবসাইট

জিতলেই রেকর্ড ১২তম ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হতো প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। কিন্তু অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা লা হাভ্রের কাছে পয়েন্ট হারিয়ে নিজেদের আরও অপেক্ষায় রাখল ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠে শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে শিরোপাধারীরা। আর এই ড্রয়ের পর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। ৩১ ম্যাচ থেকে পিএসজির পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলা মোনাকোর পয়েন্ট ৫৮।

শিরোপার হাতছানিতে মাঠে নেমে যেন চেনা পথটা হারিয়ে ফেলল পিএসজি। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা লা হাভ্রের বিপক্ষে পিছিয়ে পড়ল দুই দফায়। ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত হার এড়াতে পারলেও, আপাতত লিগের মুকুট ধরে রাখা নিশ্চিত করতে পারল না লুইস এনরিকের দল। জিতলেই তিন ম্যাচ হাতে রেখে নিশ্চিত শিরোপা-সরল এই সমীকরণে খেলতে নেমে ম্যাচের ১৯ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। বক্সের বাঁদিক থেকে বাঁ-পায়ের শটে গোলটি করেন আইভরি কোস্টের ডিফেন্ডার ক্রিস্টোফার।

১০ মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে স্বাগতিকরা। কাছ থেকে ডান পায়ের শটে গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড বার্কোলা। যদিও সেই স্বস্তি তাদের বেশিক্ষণ স্থায়ী হয়নি; ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ুর গোলে ফের এগিয়ে যায় হাভ্রে। দ্বিতীয়ার্ধের শুরুতেই উসমান দেম্বেলেকে তুলে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপেকে নামান কোচ এনরিকে। তবে এই অর্ধের শুরুতে তাদের আক্রমণে তেমন ধার ছিল না।

উল্টো ৬১তম মিনিটে গিনির মিডফিল্ডার আব্দুলাই তুরের সফল স্পট কিকে ব্যবধান বাড়িয়ে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা জাগায় লা হাভ্রে। ৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে পিএসজিকে লড়াইয়ে রাখেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। কিন্তু আরেকটি গোলের দেখা আর মেলে না, তাতে গত সেপ্টেম্বরের পর লিগে প্রথম হারের শঙ্কা বাড়তে থাকে পিএসজি শিবিরে। অবশেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হেডে দলকে কাঙ্ক্ষিত গোল উপহার দেন বদলি ফরোয়ার্ড গনসালো রামোস।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে পারলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ফরাসি কাপে পূর্ণ মনোযোগ দিতে পারত পিএসজি। সেটা তো হলোই না, উল্টো ইউরোপ সেরার মঞ্চে মাঠে নামার আগে দুর্বল হাভ্রের বিপক্ষে এই হ্বোঁচট এনরিকের দলের জন্য একটা ধাক্কাই বটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে